প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২২
অনলাইন ডেস্ক : চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে রিজোয়ান রাজনের নবধারার মূকাভিনয় ‘নীরবতা সম্ভব না’ প্রদর্শনী শনিবার (৬ আগস্ট) সন্ধ্যায় সম্পন্ন হয়েছে। তিনটি ভিন্ন ভিন্ন গল্পের মূকাভিনয় উপস্থাপনা ছিল।
এগুলো হল ‘প্রাণ প্রকৃতি’, ‘অনিল কাকা’ ও ‘যীশু আবার’। সমসায়িক বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষাপটে রচিত মূকাভিনয়গুলো যেন মানুষকে নীরবতা ভেঙ্গে জেগে ওঠার মন্ত্র দিয়ে গেল। তার মূকাভিনয়ে জলবায়ু পরিবর্তনজনিত পরিবেশ বিপর্যয়, সাম্প্রদায়িক হানাহানি ও মানবমুক্তির বাণী চিত্রিত হয়েছে কখনো দেহভাষায় আবার কখনো বাচিকতায়।
রিজোয়ানের মূকাভিনয়ে প্রাচীন গ্রীক প্যান্টোমাইম ও বাংলা বর্ণনাত্মক নাট্যের ধারা অনুসৃত হয়েছে। তিনি দীর্ঘ প্রায় তিন দশকের চর্চার মধ্য দিয়ে বাংলাদেশের মূকাভিনয়ের স্বরূপ নির্মাণের চেষ্টা করে যাচ্ছেন। আয়োজনের শুরুতে প্রকৌশলী মৃণাল কান্ত বড়ুয়া উদ্বোধনী বক্তব্য ও আলোকিত কাউন্সিলর শৈবাল দাশ সুমন শুভেচ্ছা বক্তব্য দেন।
এ দিনের প্রযোজনার আলোক পরিকল্পনায় ছিলেন শাখাওয়াত শিবলী, আবহ সঙ্গীতে রাজ ঘোষ, পোশাক পরিকল্পনায় ছিলেন তামিমা সুলতানা। এছাড়া বিভিন্ন প্রযুক্তিগত সহায়তায় ছিলেন তরুণ বিশ্বাস ও মোহাম্মদ আলী। অনুষ্ঠান উপস্থাপনা করেন মেজবাহ চৌধুরী ও প্রযোজনা অধিকর্তা ছিলেন সোলেমান মেহেদী।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest