দেশের সব আবাদি জমিতে চাষ হলে সংকট কেটে যাবে : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২২

দেশের সব আবাদি জমিতে চাষ হলে সংকট কেটে যাবে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : দেশের প্রতি ইঞ্চি পতিত জমি চাষের আওতায় নিয়ে আসার মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

তিনি বলেন, ‘সারা দেশের সব আবাদি জমি যদি চাষের আওতায় আনা যায়, তাহলে দেশে আর কোনো সংকট থাকবে না। আমি নির্বাচিত জনপ্রতিনিধিদের বলছি- আপনারা মানুষের মাঝে সচেতনতা তৈরি করুন, তারা যেন নিজের খাবার নিজে উৎপাদনে নিরলসভাবে কাজ করেন।’

 

বুধবার (২১ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে চাঁপাইনবাবগঞ্জ ও নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোয়াখালী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান যথাক্রমে আব্দুল ওয়াদুদ পিন্টু ও রুহুল আমিনের শপথ পড়ান। পরে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম সদস্যদের শপথ পড়ান।

 

স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের করোনাভাইরাস ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক সংকট উত্তরণে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা সর্বাত্মক চেষ্টা করছি, যাতে দেশের জনগণকে বৈশ্বিক সংকটের মধ্যে ভোগান্তিতে পড়তে না হয়। নির্বাচিত প্রতিনিধি হিসেবে আপনারও কিছু দায়িত্ব আছে এবং আপনাকে সে দায়িত্ব পালন করতে হবে।

 

প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী সংকট কাটিয়ে উঠতে প্রতিটি খাতে কঠোরতা দেখাতে এবং সঞ্চয় করতে সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের স্থানীয় উন্নয়ন তহবিলের যথাযথ ব্যবহার এবং স্থানীয় প্রকল্পের মানসম্মত কাজ নিশ্চিত করতে হবে।’

সরকারপ্রধান বলেন, ‘নির্বাচিত প্রতিনিধি হিসাবে আপনাকে বরাদ্দকৃত স্থানীয় তহবিলের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে কাজ করতে হবে। কারণ উন্নয়নের দিক থেকে দেশের কোনো এলাকা এখন পিছিয়ে নেই।’

 

চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজের গুণগত মান নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের দেখাশোনা করার পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, ‘গৃহহীন ও ভূমিহীনদের বিনামূল্যে ঘর করে দেওয়া হয়েছে। সারাদেশে ৩৫ লাখ ভূমিহীন ও গৃহহীন মানুষকে বিনামূল্যে ঘর করে দেওয়া হয়েছে। সরকারের এ পদক্ষেপের অংশ হিসেবে জনপ্রতিনিধিদেরও গৃহহীন ও ভূমিহীনদের একটি তালিকা তৈরি করতে হবে।’

গত ১৪ ও ২৮ নভেম্বর নোয়াখালী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নোয়াখালীতে চেয়ারম্যান নির্বাচিত হন আবদুল ওয়াদুদ পিন্টু ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে রুহুল আমিন জয়ী হন।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন