প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২২
নিউজ ডেস্ক : সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে ভর্তির লটারির ফল প্রকাশের তারিখ পরির্বতন করা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ১২ ডিসেম্বর হবে এ লটারি। এর আগে ১০ ডিসেম্বর সরকারি স্কুলের লটারি করার কথা জানিয়েছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর। তবে, বেসকারি স্কুলের লটারি আগের ঘোষণা অনুযায়ী আগামী ১৩ ডিসেম্বর হবে।
সোমবার (৫ ডিসেম্বর) মাউশির উপ-পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিনের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, ২০২৩ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের লটারি আগামী ১২ ডিসেম্বর দুপুর ২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (মহানগরী এবং জেলা সদর ও উপজেলা পর্যায়) আগামী ১৩ ডিসেম্বর বিকেল ৩টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে হবে।
সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হয় লটারির মাধ্যমে। গত দুই শিক্ষাবর্ষের (২০২১ ও ২০২২) মতো একই পদ্ধতিতে এবারও শিক্ষার্থী ভর্তি করা হবে।
আগামী বছরের জন্য অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয় গত ১৬ নভেম্বর। চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। আবেদন ফি ১১০ টাকা। পরিশোধ করতে হবে রাষ্ট্রীয় মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটকের মাধ্যমে।
জানা যায়, সারা দেশে ২ হাজার ৯৬১টি বেসরকারি স্কুলে আসন আছে ৯ লাখ ৪০ হাজার ৮৭৬টি। ৪০৫টি সরকারি স্কুলে আসন ৮০ হাজার ৯১টি।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest