প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৩
নিজস্ব প্রতিবেদক : লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বাংলাদেশ) এর স্থানীয় শাহপরান শাখা, সিলেট এর স্থানীয় এলডিপি নেতা মোঃ সৈয়দুর রহমান এর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়েছেন মোঃ সৈয়দুর রহমান। স্থানীয় সূত্রে জানা যায় ২৫ অক্টোবর বুধবার বিকাল ৫টার দিকে স্থানীয় ইসলামপুর বাজারে এই ঘটনাটি ঘটে। আহত মোঃ সৈয়দুর রহমান স্থানীয় দক্ষিণ ইসলামপুর গ্রামের মৃত মোঃ গোলাম আলী’র পুত্র। সে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) শাহপরাণ শাখা’র স্থানীয় নেতা। হামলাকারীরা স্থানীয় যুবলীগ লীগের চিহ্নিত সন্ত্রাসী।
জানা যায়, এলডিপি নেতা মোঃ সৈয়দুর রহমান এর সাথে ক্ষমতাসীন যুবলীগের স্থানীয় ক্যাডার প্রভাবশালী যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম ও এইচ এম কামরুল ইসলাম এর সাথে মোঃ সৈয়দুর রহমানের পূর্ব বিরোধ ছিল। রাজনৈতিক পূর্ব বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে। ঘটনার দিন বুধবার বিকাল ৫টার দিকে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মোঃ সৈয়দুর রহমান ইসলামপুর বাজারে আয়োজিত অনুষ্ঠানের জন্য দলের পোস্টার লাগানোর কাজে থাকাকালীন যুবলীগ নেতা এইচ এম কামরুল ইসলাম এর নেতৃত্বে তাদের দলীয় কয়েকজন সন্ত্রাসী ক্যাডার একযুগে মোঃ সৈয়দুর রহমান এর উপর অতর্কিত হামলা করে মারাত্মক আহত করে এবং মোঃ সৈয়দুর রহমান এর মাথায় সন্ত্রাসীদের হাতে থাকা হকি স্টিক এর আঘাতে মারাত্মক আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে পড়ে থাকলে সন্ত্রাসীরা মোঃ সৈয়দুর রহমান’কে মৃত ভেবে রাস্তায় ফেলে রেখে চলে যায়। তৎপরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক তাহার অবস্থায় আশঙ্কাজনক দেখে দ্রæত উক্ত হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হামলায় মোঃ সৈয়দুর রহমান এর বুকে, হাতে, পায়ে এবং মাথায় রক্তাক্ত জখম হয়েছে। বর্তমানে সে ঐ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ভিকটিম মোঃ সৈয়দুর রহমান এর মাতা মোছাঃ সৈয়দা খাতুন জানান, আওয়ামী লীগের এই সন্ত্রাসীরা আমার ছেলেকে এলডিপি ছেড়ে তাদের সন্ত্রাসী দল আওয়ামী লীগে যোগদান করতে বলে, কিন্তু আমার ছেলে তাদের কথায় রাজি না হওয়ায় আগেও তারা হুমকী দিয়েছে, হামলা করেছে। আজ আমার ছেলেকে প্রাণে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়ে ছিল। আমার ছেলে প্রাণে বেঁচে গেছে। এই অবস্থায় আমার ছেলে ও আমার জীবনের নিরাপত্তা নিয়ে আতংকিত হয়ে পড়েছি।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest