মেয়ের লাশ ২০ বছর ধরে ডিপ ফ্রিজে রেখে দেন মা, অতঃপর?

প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৫

মেয়ের লাশ ২০ বছর ধরে ডিপ ফ্রিজে রেখে দেন মা, অতঃপর?

5

 

আন্তর্জাতিক ডেস্ক : নিজের মেয়ের লাশ দুই দশক ধরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলেন এক মা। এ ঘটনায় পুলিশ ৭৫ বছর বয়সি ওই মাকে গ্রেফতার করেছে। ঘটনার স্বীকারোক্তিও দিয়েছেন তিনি।

 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাপানি পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

 

এর আগে, গত ২৩ সেপ্টেম্বর জাপানের ইবারাকি প্রিফেকচারে (রাজধানী টোকিওর উত্তর-পূর্বের এলাকা) ওই নারীর বাড়ির ডিপ ফ্রিজার থেকে প্রাপ্তবয়স্ক এক নারীর লাশ উদ্ধার করা হয়।

6

 

স্থানীয় পুলিশের একজন মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, বাড়িটি কেয়কো মোরি নামক ওই বয়স্ক নারীর।

 

গ্রেফতারকৃত মোরি পুলিশকে বলেছেন, লাশটি তার মেয়ে মাকিকোর। তার জন্ম ১৯৭৫ সালে। যদি তিনি জীবিত থাকতেন তাহলে আজ তার বয়স হতো ৫০ বছর।

 

ওই পুলিশ কর্মকর্তা জানান, লাশটি অনেকাংশেই পচে গিয়েছিল। তবে মৃত্যুর কারণ নির্ধারণে ময়নাতদন্ত করা হবে।

 

ওইদিন (২৩ সেপ্টেম্বর) এক আত্মীয়কে সঙ্গে নিয়ে কেয়কো মোরি নিজেই পুলিশের কাছে যান এবং জানান তিনি তার মেয়ের লাশ ফ্রিজারে রেখে দিয়েছেন। পরে পুলিশ মোরিকে সঙ্গে নিয়ে তার বাড়িতে গেলে তারা টি-শার্ট ও অন্তর্বাস পরিহিত লাশটি হাঁটু গেড়ে মুখ নিচু করা অবস্থায় ফ্রিজারের ভেতর খুঁজে পান।

6

 

6

পুলিশ জানায়, মোরিকে লাশের তথ্য গোপন করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

 

গ্রেফতারকৃত মোরি তদন্তকারীদের বলেছেন, লাশের দুর্গন্ধে পুরো বাড়ি ভরে যাচ্ছিল, তাই তিনি একটি ফ্রিজার কিনে মেয়ের লাশ তাতে রেখে দেন।

 

পুলিশ জানায়, মোরির একাধিক সন্তান ছিল। তবে ঠিক কতজন- সেই তথ্য জানায়নি এবং তারা মাকিকো সম্পর্কে তদন্ত চালিয়ে যাচ্ছে।

 

এছাড়া, বৃদ্ধ মোরির স্বামী চলতি মাসের শুরুর দিকে মারা যান। এরপর থেকে তিনি একাই বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

8

 

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
6