প্রকাশিত: ৬:৫৮ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০২৩
নিউজ ডেস্ক : সিলেটে এক উবার রাইডারের মোটরসাইকেলটি ছিনতাইয়ের চেষ্টা এবং রাইডারের উপর অতর্কিত হামলা করা হয়েছে। এতে ওই রাইডার গুরুত্বর আহত হয়েছেন। গুরুত্বর আহত রাইডার আজিম আহমেদ মাহবুব (২৩) সিলেট নগরীর শাহপরাণ থানা এলাকার টুলটিকর সন্ধী ২৩, কয়েছ হাউজের বাসিন্দা মস্তাব আলীর ছেলে। এছাড়াও তিনি সিলেট মহানগর শ্রমিকদলের আওতাধীন ২৪ নং ওয়ার্ড শাখার সদস্য। নিম্নবিত্ত পরিবারের ছেলে মাহবুব টুকিটাকি ব্যবসা-বানিজ্য এবং বিভিন্ন মৌসুমী কাজের সাথে সংশ্লিষ্ট রয়েছেন।
জানা যায়, গতকাল ৮ এপ্রিল ইফতারের পর রাইড শেয়ারিং এর উদ্দেশ্যে নগরীর টুলটিকরের কয়েছ হাউজ থেকে তার নিজের মালিকানাধীন মোটরসাইকেলটি নিয়ে বের হন। মোটরসাইকেলটি কালো সবুজ রং এর ১১০ সিসির স্ট্রাইকার ব্রান্ডের, যার রেজিষ্ট্রেশন নং- সিলেট মেট্রো-হ-১২-৫৮০৪। রাত আনুমানিক ৯ টার দিকে নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে যাত্রীবেশে একজন এসে শিবের বাজার যাওয়ার জন্য মাহবুবের মোটরসাইকেলটি ভাড়া করেন। মাহবুব জানান, যথারীতি তিনি ওই লোককে নিয়ে মোটরসাইকেল চালিয়ে যাত্রা শুরু করেন। পথিমধ্যে মাহবুব লক্ষ্য করেন তাকে সিএনজি অটোরিকশাতে থাকা একাধিক লোক অনুসরণ করছে।
কিছু সময় পর জালালাবাদ থানার রায়েরগাও এলাকায় তার মোটরসাইকেল পৌছামাত্র একজন লোক এসে মোটরসাইকেলটি থামাতে বলেন। মাহবুব মোটরসাইকেলটি থামালে ওই সিএনজি অটোরিকশাতে থাকা লোকজন এসে তাকে ঘেরাও করে মোটরসাইকেলটি ছিনতাইয়ের চেষ্টা করে। মাহবুব তাতে বাধা প্রধান করলে ছিনতাইকারীরা তাদের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে পিঠে, দুই পায়ের উরুতে, দুইহাতসহ শরীরের অন্যান্য স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করে। এতে গুরুত্বর আহত হন আজিম আহমেদ মাহবুব।
ঘটনাস্থলে থাকা একজন সিএনজি অটোরিকশা চালক চিৎকার করলে আশেপাশের লোকজন জড়ো হন এবং ঘটনাস্থলের পাশে থেকেই ছিনতাইয়ে জড়িত থাকা লিলু মিয়াকে (৪০) পুলিশের হাতে তুলে দেন স্থানীয় জনতা। লিলু মিয়া আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। ঘটনাস্থলে থাকা একদল পুলিশ গুরুত্বর আহত মাহবুবকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। গুরুত্বর আহত আজিম আহমদ মাহবুব জানান, তার সাথে থাকা ৩ টি স্মার্টফোন যার বাজারমূল্য প্রায় ১ লক্ষ টাকা ও নগদ ২৫ হাজার টাকা ছিনতাইকারীরা নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজমুল হুদা খান। তিনি জানান, এ ঘটনাটি গতকাল ঘটেছে। গুরুত্বর আহত আজিম আহমেদ মাহবুবের বাবা মস্তাব আলী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বর- ১৫/২০২৩ ইং।
এদিকে, মাহবুবের পিতা মস্তাব আলীও এ ঘটনায় একটি মামলা দায়ের করেছেন জানিয়ে বলেন, আমি আমার ছেলের আঘাতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
উল্লেখ্য, মামলাটিতে মোট আসামী করা হয়েছে ৫ জনকে। তারা হলেন মানসীনগর গ্রামের লিলু মিয়া (৪০), মইয়ারচর গ্রামের ছামাদ (৩৫), সুনামগঞ্জের ছাতক থানার কাইয়ুম (৪৫), মঈনপুরের হানিফ (৩০) ও দোয়ারাবাজারের সৈয়দ আলী (৩৭)। আসামীগণ সকলেই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের রাজনীতিতে সক্রিয়।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest