প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০২৫
বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে সেলেব্রিটিদের বিরুদ্ধে ট্রোলিং ও সমালোচনা বর্তমানে উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী তুবা আনোয়ার এর কঠোর নিন্দা জানিয়ে সামাজিকমাধ্যম ব্যবহারকারীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।
জিও এন্টারটেইনমেন্টের জনপ্রিয় নাটক সিরিজ ‘মোহরা’তে তার পারফরম্যান্স এবং সহঅভিনেতা আগা আলির সঙ্গে তাদের অনস্ক্রিন জুটি দর্শকদের মন জয় করেছে। সম্প্রতি জিও ডিজিটালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তুবা আনোয়ার ও আগা আলি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ভক্তদের নানা মন্তব্য নিয়ে আলোচনা করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক মন্তব্য মানসিক স্বাস্থ্যের ওপর কী প্রভাব ফেলে, এ প্রশ্নের উত্তরে তুবা জানান, যখন কারও প্রচুর ফলোয়ার থাকে তখন অনেক মানুষ তার দিকে নজর রাখেন। এমন অবস্থায় মাঝে মাঝে কোনো কোনো সময় অনেকগুলো ভালো মন্তব্যের ভিড়ে কেউ কেউ খারাপ মন্তব্য করেন। যা সহ্য করার মতো না।
তিনি স্পষ্ট করে বলেন, নেতিবাচক মন্তব্য অবশ্যই আমাদের আঘাত করে।
তুবা প্রশ্ন তোলেন, আমরা সেলেব্রিটি হওয়া মানেই এই নয় যে কেউ যেকোনো অবমাননাকর কথা বলার অধিকার পায়। কীভাবে কেউ এমন কথা লিখতে পারেন?
নেতিবাচক মন্তব্যের জবাব দেয়া উচিত কি না, জানতে চাইলে তিনি জানান, আমরা যখন প্রতিক্রিয়া দেখাই, তখন মানুষ আমাদের রুক্ষ ও অহংকারী বলা শুরু করেন।
এই বক্তব্যের সমর্থনে আগা আলি বলেন, যারা অন্যদের ট্রোল করেন, তাদের মনে রাখা উচিত—একদিন অবশ্যই আল্লাহর কাছে তার জবাব দিতে হবে। তাই ভাষায় সতর্ক থাকা জরুরি।
তুবা আনোয়ারের মতে, অন্যের সম্পর্কে অবমাননাকর মন্তব্য মানসিক কষ্ট ও গভীর ট্রমার কারণ হতে পারে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীদের উচিত মানবিক দৃষ্টিকোণ থেকে সম্মান বজায় রাখা।
সেলেব্রিটিদের প্রতি অহেতুক অবজ্ঞাসূচক আচরণ বন্ধ করে, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তারা।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest