‘সাইয়ারা’র কাছে হেরে গেলো আমির-অক্ষয়দের সিনেমা

প্রকাশিত: ৮:০০ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০২৫

‘সাইয়ারা’র কাছে হেরে গেলো আমির-অক্ষয়দের সিনেমা

8

বিনোদন ডেস্ক : ‘সাইয়ারা’ মুক্তির পর থেকে বলিউড কাঁপাচ্ছে। সিনেমাটি শুধু দর্শকের হৃদয়েই নয়, বক্স অফিসেও উঠেছে রীতিমতো জোয়ার। সুখবর হলো আহান পান্ডে-অনীত পাড্ডা অভিনীত ‘সাইয়ারা’ মাত্র আটদিনেই আমির-অক্ষয়দের সিনেমাকে হার মানালো।

 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অষ্টম দিনে ‘সাইয়ারা’ আয় করেছে ১৭ দশমিক ৫ কোটি রুপি নিট আয় করেছে।। এতে মোট আয় দাঁড়িয়েছে ১৯০ দশমিক ২৫ কোটি রুপি।

 

6

আহান পান্ডে ও অনীত পাড্ডা। ছবি: সংগৃহীত।

 

সিনেমাটি ইতোমধ্যেই আমির খানের ‘সিতারে জমিন পার’ (১৬৪ দশমিক ৭৪ কোটি রুপি), অজয় দেবগনের ‘রেইড ২’ (১৭৩ কোটি রুপি) এবং তারকাবহুল কমেডি ‘হাউসফুল ৫’ (১৮৩ কোটি রুপি)-এর আয়কে ছাড়িয়ে গেছে।

 

 

তবে অষ্টম দিনে দর্শক উপস্থিতির হারে সামান্য পতন দেখা গেছে। গড় উপস্থিতি ছিল ২৫ দশমিক ৬ শতাংশ।

 

সকালের এবং দুপুরের শোতে যথাক্রমে ১৩ দশমিক ৬৯ শতাংশ এবং ২৩ দশমিক ৫৮ শতাংশ উপস্থিতি রেকর্ড করা হয়েছে, যেখানে সন্ধ্যা এবং রাতের শোতে উপস্থিতি বেশি ছিল—যথাক্রমে ২৫ দশমিক ৩৯ শতাংশ এবং ৩৯ দশমিক ৭২ শতাংশ।

3

 

 

1

‘সাইয়ারা’ এখন ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ (১৮৮ কোটি রুপি), ‘ভুল ভুলাইয়া ২’ (১৮৪ কোটি রুপি), ‘বাজিরাও মাস্তানি’ (১৮৪ কোটি রুপি), ‘রইস’ (১৬৪ কোটি রুপি) এবং ‘ব্যাং ব্যাং!’ (১৭৪ কোটি রুপি)-সহ বেশ কয়েকটি হাই প্রোফাইল চলচ্চিত্রের আয়কে ছাড়িয়ে গেছে।

5

 

এই সিনেমার প্রচারের জন্য অত ঢাকঢোল পেটায়নি যশ রাজ ফিল্মস (ওয়াইআরএফ) এবং পরিচালক মোহিত সুরি। তারা নবাগত আহান পাণ্ডে এবং আনিতকে মিডিয়ার স্পটলাইট থেকে দূরে রেখেছিলেন। এই কৌশল বেশ কাজে দিয়েছে, চলচ্চিত্রটি ঘিরে মানুষের কৌতূহল বেড়েছে।

 

 

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
6