প্রকাশিত: ৫:৩৪ পূর্বাহ্ণ, জুলাই ১৭, ২০২৫
বিনোদন ডেস্ক : প্রিয়াংকা চোপড়া এখন হলিউডে নিয়মিত কাজ করছেন। সেই সুবাদে স্বামী-সন্তানসহ থাকেন লস অ্যাঞ্জেলেসে শহরে। কাজের ফাঁকে সময় পেলেই তাই বেরিয়ে পড়েন সমুদ্রপাড়ে ছুটি কাটাতে। সমুদ্র যে তাদের দুজনেরই বেশ পছন্দ, তা তাদের সামাজিক মাধ্যমে চোখ রাখলেই বোঝা যায়।
জুটি হিসেবে মাঝে মধ্যে প্রকাশ্যে ভালোবাসার জাহির করতে দেখা যায় তাদের। সম্প্রতি এমনই অবসর কাটাচ্ছেন প্রিয়াংকা-নিক। তাদের দুজনের পরনে গোছলের পোশাক। সাদা বালিতে দাঁড়িয়ে নিক। সামনে নীল জলরশি। এবার সেই নীল জলরাশির সামনে এক কাণ্ড ঘটালেন প্রিয়াংকা।
মোবাইল ক্যামেরা দাঁড় করিয়ে খানিক পিছিয়ে পোজ দিতে যাচ্ছিলেন গায়ক নিক জোনাস। এমন সময় কোত্থেকে দৌড়ে এসে স্বামীর কোলে উঠে পড়লেন ‘দেশি গার্ল’। আর তার পরই নিকের ঠোঁটে ঠোঁট গুঁজে দিলেন সাবেক বিশ্বসুন্দরী।
স্ত্রীকে কোলে তুলে নিলেও বেশি সময় ধরে রাখতে পারলেন না নিক। টাল সামলাতে না পেরে ফেলেই দিতে যাচ্ছিলেন, কিন্তু সামলেন নেন প্রিয়াংকা। যদিও এ দম্পতি যে নিজেরা বেজায় আনন্দে দিন কাটাচ্ছেন সেই ভিডিও তার প্রমাণ।
অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার চেয়ে বয়সে ১০ বছরে ছোট নিক জোনাস। তাদের বয়সের এ পার্থক্যে দাম্পত্যজীবনে কোনো প্রভাব পড়েনি। একে অপরের প্রেমে যেন মশগুল। পরস্পরকে রীতিমতো চোখে হারান নিক জোনাস ও প্রিয়াংকা চোপড়া। ফ্রান্সে মেট গালার পর অনেকেই সন্দেহ করেছিলেন, তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে।
এক অভিনেত্রীর ঢাউস টুপি বারবার বিরক্ত করছিল নিককে। স্ত্রীর কাছাকাছি আসতেই পারছিলেন না। তার অভিব্যক্তি দেখেই শুরু হয়েছিল কানাঘুষা। সেখানে হাজির ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আর এ নিয়ে সামাজিক মাধ্যমে অনেকেই বলেছিলেন— মেট গালার অভিশাপ নাকি লাগতে চলেছে তাদের সম্পর্কে!




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest