প্রকাশিত: ৯:১৫ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০২৫
বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও পরিচালক রাজ নিদিমোরুর সম্পর্ক বেশ কিছু দিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ঘুরপাক খাচ্ছে। তবে এ বিষয়ে এখনো তারা প্রকাশ্যে কোনো কথা বলেননি। তবে যা বলার সবই নেটিজেনরা বলছেন।
সম্প্রতি অভিনেত্রী সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ভ্রমণের দারুণ কিছু মুহূর্তের ছবি শেয়ার করেছেন, যেখানে সামান্থা রাজ নিদিমোরুকে জড়িয়ে ধরে হাঁটতে দেখা গেছে। শেয়ার করা এ ছবি দেখে নেটিজেনরা বলছেন— সম্ভবত সম্পর্কটিকে প্রকাশ্যে আনতে চলেছেন তারা।
এমনটাও দেখা গেছে, তারা দুজনেই একসঙ্গে বসে তাদের বাকি বন্ধুদের সঙ্গে দুপুরের খাবার খাচ্ছিলেন। ছবিগুলোতে অভিনেত্রীকে আনন্দে উজ্জ্বল দেখাচ্ছিল।
সম্প্রতি টেক ২০ শিরোনামের পডকাস্টে সামান্থা রুথ প্রভুর উপস্থিতি বেশ আলোচনার জন্ম দিয়েছে। সেখানে কথোপকথনে তিনি তার অভিজ্ঞতার মধ্যে একটি বিষাক্ত সম্পর্কের কথা উল্লেখ করেন। অভিনেত্রী বলেন, আমি আমার জীবনে অনেক পরিবর্তন এনেছি এবং আমি নিজের জন্য যে রুটিন তৈরি করেছি, তাতে বেশ খুশি। আমি যা নিয়ন্ত্রণ করতে পারিনি তা হলো ফোনে কথা বলা। এখন সেসব থেকে বেরিয়ে এসেছি। এটি একটি ভ্রান্ত ধারণা যে, কাজের প্রয়োজনেই ফোনে কথা বলতে হয় বা ফোন নিয়ে সময় কাটাতে হয়।
সামান্থা রুথ প্রভু এবং তার কথিত প্রেমিক রাজ নিদিমোরু মূলত ‘সিটাডেল’র শুটিংয়ের সময় একে অপরের প্রেমে পড়েছিলেন। তাদের দুজনকেই একাধিকবার একসঙ্গে দেখা গেছে। সবাই তাদের প্রেম নিয়ে তুমুল আলোচনা করলেও তিনি বা রাজ কেউ-ই আনুষ্ঠানিক ঘোষণা দেননি এ সম্পর্কের।
উল্লেখ্য, অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে শেষবার ‘শুভম’ সিনেমায় একটি ক্যামিও চরিত্রে দেখা গেছে। পরবর্তী সময়ে ওয়েব সিরিজ ‘রক্ত ব্রহ্মান্ড: দ্য ব্লাডি কিংডম’-এ দেখা যাবে অভিনেত্রীকে, যেখানে আদিত্য রায় কাপুরের সঙ্গে তিনি অভিনয় করবেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest