প্রকাশিত: ৫:৪৩ পূর্বাহ্ণ, জুলাই ৪, ২০২৫
বিনোদন ডেস্ক : একের পর এক নেতিবাচক মন্তব্যে বিদ্ধ বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। এমনও ঘটেছে, অভিষেককে দেখে কেউ চিনতেই পারেননি। চিনতে পারার পরও কোনো উন্মাদনা আসেনি দর্শকদের পক্ষ থেকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন এ অভিনেতা।
অভিনয় জীবনের শুরু থেকেই কটাক্ষের শিকার অভিষেক বচ্চন। বারবার বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে তার তুলনা করা হয়েছে। ধেয়ে এসেছে তির্যক মন্তব্য। এ নেতিবাচক মন্তব্যগুলো নাকি অভিষেকের মনের ওপর প্রভাব ফেলেছে। ক্রমাগত তিনি ভাবতে থাকেন নেতিবাচক মন্তব্য নিয়ে।
এ অভিনেতা বলেন, কোথাও যাওয়ার পর হয়তো কেউ চিনতে পারল না কিংবা ঘুরেও তাকাল না— এমনও ঘটতে পারে অভিনেতাদের সঙ্গে। তবে আমি একবার একটা হোটেলের লবিতে হেঁটে যাচ্ছিলাম। কিন্তু কারও মধ্যে কোনো তাপ-উত্তাপ ছিল না। আমি একজন তারকা, তাই ভেবেছিলাম— মানুষ হয়তো হইচই করবে, এসে স্বাক্ষর চাইবে, ছবি তুলতে চাইবে। কিন্তু সেদিন কেউ-ই আসেননি। সেই ঘটনাও হজম করে নিয়ে এগিয়ে যেতে হয়।
এ ঘটনা বেশ কয়েক বছর আগের। অভিষেক বলেন, ‘ধুম’ মুক্তি পাওয়ার পর কিছুটা বদল আসে। তাই এরপর থেকে আরও পরিশ্রম করার তাগিদ বেড়ে যায় তার। জীবনের ওঠাপড়ার মধ্যে অভিষেক একটি কথায় বিশ্বাস করেন— ব্যর্থতা থেকেই সাফল্যের শুরু।
তিনি আরও বলেন, আসলে অভিনেতারা খুবই দুর্বল। বাইরে আমাদের দেখে ক্ষমতাশালী মনে হয় কিন্তু ভেতর থেকে আমরা ভীতু শিশুদের মতো। এরা শুধুই মানুষের প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকে।
মানুষের প্রতিক্রিয়া নিয়ে এক সাক্ষাৎকারে অভিষেক বলেন, সময়ই আমাকে শিক্ষা দিয়েছে যে, কিছু সময়ে আমরা সত্যিই বোকা হয়ে থাকতে পারি না। বেশি আদর্শবাদী হতে হবে না। কিন্তু এই আদর্শ আমি বিসর্জন দিতে পারব না। সবাইকে আমি খুশি করতে পারব না। ভালো লাগলে থাকুন, না হলে কেটে প়ড়ুন। যেদিন আমি এটা বলব, সেদিন অভিনেতা হিসেবে আমার মৃত্যু হবে। নিজেকে উন্নত করার কোনো বাসনাই থাকবে না।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest