অন্তঃসত্ত্বা অহনার ভিডিও নিয়ে তুলকালাম

প্রকাশিত: ৯:৪০ পূর্বাহ্ণ, জুলাই ২, ২০২৫

অন্তঃসত্ত্বা অহনার ভিডিও নিয়ে তুলকালাম

3

বিনোদন ডেস্ক : সামাজিক মাধ্যমে একের পর এক ভিডিও পোস্ট করেই চলেছেন অভিনেত্রী অহনা দত্ত। কিছু দিন আগেও তার মাতৃত্বকালীন ছবি নিয়ে নানা মন্তব্য ধেয়ে এসেছিল নেটিজেনদের মাঝ থেকে। এবার অহনার কাণ্ড দেখে চিন্তিত হয়ে পড়লেন তার অনুরাগীরা। যদিও এখনও শুটিং থেকে অনেকই দূরে অহনা।

2

 

সামাজিক মাধ্যমে খুবই সক্রিয় অভিনেত্রী। কখনো মেহেদি পরার ভিডিও পোস্ট করছেন, আবার কখনো পোস্ট করছেন নিজের রান্না করার ভিডিও। সম্প্রতি একটি নাচের ভিডিও পোস্ট করেছেন অহনা। স্বামী দীপঙ্কর রায়ের সঙ্গে চুটিয়ে নাচছেন। সেই দৃশ্য দেখেই ধেয়ে এসেছে একের পর এক মন্তব্য।

 

অভিনেত্রীকে এত ‘লম্ফঝম্প’ করতে দেখে এক নেটিজেন লিখেছেন—পেটে বাচ্চা নিয়ে এসব করতে হয় না। একটু ভবিষ্যতের কথা চিন্তা করুন। যদিও কারও কথাকেই গুরুত্ব দিতে রাজি নন অভিনেত্রী। অহনা বলেন, তিনি ভেতর থেকে অনেক বেশি সতেজ অনুভব করছেন। কোনো অসুবিধাই বুঝতে পারছেন না। তাই নিজেকে কোনো গণ্ডিতে আবদ্ধ রাখতে একেবারেই ইচ্ছুক নন তিনি।

2

 

কিছু দিন আগে তার উন্মুক্ত স্ফীতোদর নিয়েও অনেক সমালোচনা হয়েছিল। প্রকাশ্যে অভিনেত্রীকে আক্রমণ করেছিলেন অনুরাগীরা। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আবার প্রমাণ পেলাম মেয়েরা মেয়েদের ভালো সহ্য করতে পারে না। কেউ ভাবল না আমি জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। একা হাতে সব সামাল দিচ্ছি। দীপঙ্করও রয়েছে। কিন্তু ওকে তো কাজে যেতে হয়।

6

 

6

মায়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই অহনার। শাশুড়ি মা গত হয়েছেন অনেক আগে। ফলে পরিবারে এখন অহনা, তার স্বামী দীপঙ্কর এবং শ্বশুরমশাই। সুতরাং দিনের অর্ধেকটা সময় একাই কাটাতে হয় তাকে। এ পরিস্থিতিতে দর্শকদের মন্তব্যে অত্যন্ত বিরক্ত অহনা।

 

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
4