সিলেটে প্রবাসী সম্পত্তি দখলমুক্ত করে যা বললেন এসএমপি কমিশনার

প্রকাশিত: ৮:২৪ পূর্বাহ্ণ, জুলাই ২, ২০২৫

সিলেটে প্রবাসী সম্পত্তি দখলমুক্ত করে যা বললেন এসএমপি কমিশনার

6

নিউজ ডেস্ক : সিলেট মহানগরীর শামিমাবাদ এলাকায় যুক্তরাজ্য প্রবাসীর একটি ৫তলা বাড়ি অবৈধ দখলদাররা গিলে ফেলতে চেয়েছিল। তবে তা আর সম্ভব হয়নি। পুলিশী তৎপরতার কাছে তারা হার মানতে বাধ্য হয়েছে।

 

সম্প্রতি সিলেট মহানগর পুলিশ বাড়িটি অবৈধ দখল মুক্ত করে প্রকৃত মালিককে সমঝে দিয়েছে।

1

 

এ উপলক্ষে মঙ্গলবার বিকালে নগরীর একটি অভিজাত হোটেলে বাড়িটির প্রকৃত মালিকদের পক্ষে এক কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্টান অনুষ্টিত হয়েছে।

 

অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. রেজাউল করিম পিপিএম-সেবা।

 

তিনি তার বক্তব্যে বলেন, বর্তমানে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। এখন ভুক্তভোগীরা পুলিশের কাছে অভিযোগ করলে আমরা কাগজপত্র যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেই।

1

 

8

তিনি বলেন, অভিযুক্তরা জালিয়াতির মাধ্যমে বাসার হোল্ডিং নম্বর পরিবর্তন করে ‘হোয়াইট হাউজ’ নাম দিয়েছিল। আমরা সঠিক কাগজপত্র যাচাই-বাছাই করে প্রকৃত মালিককে তাদের বাসা ফিরিয়ে দিয়েছি। প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ, তাদের সম্পদ রক্ষায় আমরা বদ্ধপরিকর। প্রকৃত মালিক তাদের জায়গায় থাকবে, অবৈধ দখলদার নয়। প্রয়োজনে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির নেতৃত্বে দেশে সুশাসনের ধারা এগিয়ে চলছে। দলমত নির্বিশেষে আমরা সবাই মিলে কমিউনিটি পুলিশিং গড়ে তুলে সমাজ থেকে মাদক, জুয়া ও অশ্লীলতা নির্মূল করতে পারি। আমরা হতে চাই ‘জনতার পুলিশ’।

8

 

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ভুক্তভোগী প্রবাসীর আত্মীয়-স্বজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, এসএমপি’র অন্যান্য অফিসারবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

বাড়িটির মালিকপক্ষ উদ্ধার কার্যক্রমে সার্বিক সহযোগীতার জন্য পুলিশসহ স্থানীয়দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞকা জানান।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
3