প্রকাশিত: ৭:০৪ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০২৫
নিউজ ডেস্ক : সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে সেনাবাহিনীর সদস্যদের ওপর হামলার মামলায় জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদসহ ৯ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রবিবার (২৯ জুন) সকালে আসামিরা সিলেট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। তবে শুনানি শেষে বিচারক শেখ আশফাকুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, রবিবার সকালে সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়নের উপর শ্যামপুর গ্রামের মৃত আহমদ আলীর পুত্র জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ (৬৫), চানঘাট গ্রামের মৃত আয়াতউল্লাহর ছেলে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ (৪৫), উপর শ্যামপুর গ্রামের মৃত সোনা মিরায় ছেলে ব্যবসায়ী জহির উদ্দিন (৫০), হেমু পাটপাড়া গ্রামের রফিক আহমেদ (লুদাই) হাজীর ছেলে ইসমাইল আহমদ (৪২), উপর শ্যামপুর গ্রামের মতলিব (৪৫), লামা শ্যামপুর গ্রামের রহমতুল্লাহর ছেলে আমির উদ্দিন (৪৫), শ্যামপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মাসুক আহমেদ (৪২), দলইপাড়া গ্রামের সাইফুল্লাহর ছেলে মো. আব্দুল্লাহ (৫০) উত্তর বাঘের খাল গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে আজিজুর রহমান (৫০)কে আদালতে তোলা হয়। তখন আসামিরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক শেখ আশফাকুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী নিজাম উদ্দিন জানান, আসামিরা এর আগে উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছিলেন। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় রবিবার তারা আদালতে হাজির হন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।
প্রসঙ্গত গত ২৭ মার্চ রাত ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল ভারতীয় চোরাই মহিষ জব্দ করে। এসব চোরাই মহিষ ক্যাম্পে নিয়ে আসার পথে একদল লোক সেনাসদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকজন সেনা সদস্য আহত হন। এসময় তাদের বহনকারী গাড়ি ভাঙচুর করা হয়।
ঘটনার পরদিন জৈন্তাপুর মডেল থানায় ৭০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest