প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ স্কাউটস এর ব্যবস্থাপনায়, বাংলাদেশ স্কাউটস সিলেট রেলওয়ে জেলার উদ্যোগে কাব কার্নিভাল ও জেলা ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন) দিনব্যাপী ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের হাকালুকি হাওর সংলগ্ন মাঠে এ কর্মসূচি পালিত হয়।
ওইদিন সকালে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মো. ইউনুস দেশব্যাপী কর্মসূচিটির উদ্বোধন ঘোষনা করেন। পরে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বাংলাদেশ স্কাউটস সিলেট রেলওয়ে জেলার আয়োজনে অনুষ্ঠিত কাব কার্নিভাল ও ডে ক্যাম্প প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন।

বাংলাদেশ স্কাউটস সিলেট রেলওয়ে জেলা কমিশনার মো. আনিসুর রহমান সরকার এহিয়ার সভাপতিত্বে ও সম্পাদক শামীম আহমদ এর সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে ছিলেন জেলা কমিটির গ্রুপ সভাপতি প্রতিনিধি মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মিছবাউর রহমান, শাহজালাল আইডিয়াল একাডেমি স্কুলের প্রধান শিক্ষক মো. বদিউজ্জামাল, জেলা স্কাউট লিডার সামী আল রাজী, জেলা কাব লিডার মো. আব্দুন নুর, জেলা সহকারী কাব লিডার প্রতিনিদি মো. তায়েফ চৌধুরী, মোজাহিদূর রহমান, বিভিন্ন ইউনিটের কাব, স্কাউট লিডার ও রোভার সদস্যরা।
এসময় প্রধান অতিথি বলেন, কাব কার্নিভালের পাশাপাশি জেলা ডে ক্যাম্প একটি মহতি উদ্যোগ। স্কাউটদের মানবিক গুনসম্পন্ন হয়ে উঠতে এই ক্যাম্প ভূমিকা রাখবে। একটি আদর্শ সমাজ গঠনে স্কাউটিং এর বিকল্প নেই। একজন স্কাউট কখনো সমাজের কোন ক্ষতিসাধন করতে পারে না। প্রধান অতিথি উদ্বোধনী শেষে মহাবৃত্তে দাঁড়িয়ে থাকা প্রত্যেক অংশগ্রহণকারীদের সাথে কুশল বিনিময়সহ মাঠ পরিদর্শন করেন।
গ্র্যান্ড ইয়েল ও পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান। কাব কার্নিভালে দিনব্যাপী ইভেন্টগুলোর মধ্যে ছিল, তীর নিক্ষেপ, টার্গেট হিট, বালতিতে বল নিক্ষেপ, মাছ শিকার, আইন নৃত্য, রিং ছোড়া। এছাড়াও ডে ক্যাম্পে অংশগ্রহণকারী স্কাউটস ও রোভারদের পাইওনিয়ারিং, মাছ শিকারসহ আরও বিভিন্ন ধরণের ইভেন্টে অংশগ্রহণ করেন স্কাউটসরা।
সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস সিলেট রেলওয়ে জেলার শাপলা কাব এওয়ার্ড ও প্রেসিডেন্টস স্কাউটস এওয়ার্ড প্রাপ্তদের সংবর্ধনা, সিলেট রেলওয়ে জেলার ৩য় ত্রৈবার্ষিক কাউন্সিলে নির্বাচিত ও মনোনীতদের সংবর্ধনাসহ চ্যালেঞ্জ ডিরেক্টরদের, বাস্তবায়ন কমিটির সদস্যদের এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব গ্রীণবার লাইফ রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের উপদেষ্টা ব্যারিস্টার মুস্তাকিম রাজা চৌধুরী।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest