প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০২৫
অনলাইন ডেস্ক : সিলেটে আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় ছাত্রলীগের ৫২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার মোগলাবাজার থানার এসআই দয়াময় দাস বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৭ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ৪৫ জনকে আসামী করা হয়েছে।
মামলার এজহারনামীয় আসামীরা হলেন- সিলেট এমসি কলেজ ছাত্রলীগের সভাপতি দিলোয়ার হোসেন রাহী, যুগ্ম সাধারণ সম্পাদক টেলেন্ট কান্তি দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির শুভ, শাহপরাণ থানাধীন কল্লগ্রামের আজির উদ্দিনের ছেলে তুহিন আহমদ, শাহপরাণ থানা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব দিলাল আহমদ, খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়জুল হক, দলইপাড়ার আবদুল মজিদের ছেলে জাবেদ আহমদ।
মামলার অজ্ঞাত আসামীদের আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত অঙ্গসংগঠন ছাত্রলীগের নেতাকর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার সকালে সিলেট মহানগরীর মোগলাবাজার থানাধীন কুচাই এলাকায় আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল করেন নেতাকর্মীরা। এ ঘটনায় রাতেই পুলিশ বাদি হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে।
মোগলাবাজার থানার ওসি কাজী তোবারক হোসেন জানান, আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। তবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest