সিলেটে করোনা, প্রস্তুত শহিদ শামসুদ্দিন হাসপাতাল

প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৫

সিলেটে করোনা, প্রস্তুত শহিদ শামসুদ্দিন হাসপাতাল

2

নিউজ ডেস্ক : সিলেটে ফের হানা দিয়েছে মহামারি করোনা। সময়ে সময়ে রূপ পাল্টে নানা ভ্যারিয়েন্টে হাজির হচ্ছে এই ভাইরাস।

 

কিছুদিন বিশ্বকে কিছুটা স্বস্তিতে থাকতে দিয়ে আবারও এ ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট আতঙ্ক ছড়াচ্ছে সারাবিশ্বে। বাংলাদেশেও গত কয়েকদিন থেকে করোনা রোগী সনাক্ত হচ্ছে। তবে সিলেটে এতদিন সনাক্ত না হলেও শুক্রবার ও রবিবার দু’জন রোগী সনাক্তের ঘটনায় আতঙ্কিত সচেতন মহল।

 

1

আর নতুন করে করোনার উপদ্রব মোকাবেলায় প্রস্তুত সিলেটের স্বাস্থ্য বিভাগ। করোনার জন্য ডেডিকেটেড সিলেটের একমাত্র হাসপাতাল শহিদ শামসুদ্দিন হাসপাতালটিকে আবারও করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে।

 

4

আগেও এই হাসপাতালটি করোনা রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়েছে। শুক্রবার থেকে এখানেই করোনা সনাক্ত হওয়া রোগীদের চিকিৎসার জন্য ভর্তি শুরু হয়েছে।

3

 

এ হাসপাতালে উপসর্গ নিয়ে আসা ব্যক্তিদের প্রয়োজনীয় পরীক্ষার ব্যবস্থাও আছে। সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবও পরীক্ষার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

 

এছাড়া প্রকোপ বাড়লে সিলেট বিভাগের সবগুলো উপজেলা স্বাস্থ্যকেন্দ্রেও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের জন্য প্রস্তুত রাখার কথা জানিয়েছেন সিলেটের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. আনিসুর রহমান।

 

1

তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সনাক্ত হওয়া রোগীদের সেখানেই চিকিৎসা দেয়া হবে। আর করোনা চিকিৎসার জন্য সিলেটের একমাত্র ডেডিটেড হাসপাতাল হচ্ছে শহিদ শামসুদ্দিন হাসপাতাল। এ হাসপাতালে চিকিৎসার জন্য প্রয়োজনীয় সবকিছু প্রস্তুত। এখানে আইসিইউ বেডও প্রস্তুত রাখা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
4