প্রকাশিত: ৮:৩৩ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২৫
বিনোদন ডেস্ক : স্কুল ইউনিফর্মে সেই কিশোরীর ছবি ছিল এক সময়ের পারিবারিক আড্ডায় আনন্দের খোরাক। আজ সেই মেয়েটিই বলিউডে আলোচিত মুখ, আর শুভজন্মের এই দিনে ফের শিরোনামে দিশা পাটানি।
প্রথম সারির নায়িকা না হয়েও নিয়মিত থাকেন খবরের শিরোনামে। সিনেমার থেকেও বেশি আলোচনায় থাকেন প্রেম, স্টাইল, কিংবা জীবনের নানা বাঁকে।
উত্তর প্রদেশের বেরেলিতে ১৯৯২ সালে জন্ম দিশার। বাবা ছিলেন পুলিশ কর্মকর্তা, মা স্বাস্থ্যকর্মী। ছোটবেলায় স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার-বিমানবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছে ছিল দিশার, পরীক্ষাতেও ভালো করতেন।
তবে একদিন হঠাৎ মডেলিংয়ে যাত্রা শুরু করে ধীরে ধীরে গড়েন অভিনয়ের ক্যারিয়ার। শুরুটা হয়েছিল দক্ষিণি ছবিতে-২০১৫ সালের তেলেগু ছবি ‘লোফার’ দিয়ে।
বলিউডে প্রথম দেখা মেলে নীরজ পান্ডের এমএস ধোনির বায়োপিক ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবিতে, যেখানে ধোনির প্রেমিকার চরিত্রে অভিনয় করে নজর কাড়েন তিনি।
এরপর আসতে থাকে একের পর এক ছবি-‘বাঘি ২’, ‘রাধে’, ‘ভারত’, ‘মালাং’, ‘এক ভিলেন রিটার্নস’, আর সাম্প্রতিক ‘কল্কি ২৮৯৮এডি’।
যদিও দিশা এখনও বলিউডের এ-লিস্টার হিসেবে নিজেকে পুরোপুরি প্রতিষ্ঠিত করতে পারেননি, তবুও তার উপস্থিতি ও জনপ্রিয়তা বরাবরই আলোচনার কেন্দ্রে।
সবচেয়ে আলোচিত সিনেমা ‘ভারত’-এর শুটিংয়ের সময় মাথায় চোট পান দিশা। পরে টানা ছয় মাস নানা জটিলতার মধ্যে পড়েন তিনি। তবে সেই ছবি এবং সালমান খানের সঙ্গে তার গানের দৃশ্য এখনও মনে রেখেছেন অনুরাগীরা।
সিনেমার বাইরেও দিশা আলোচনায় থাকেন তার ব্যক্তিগত জীবন নিয়ে, বিশেষ করে টাইগার শ্রফের সঙ্গে প্রেমের গুঞ্জনে। যদিও কখনও তারা সম্পর্ক স্বীকার করেননি। পরে ভারতীয় গণমাধ্যম জানায়, বিচ্ছেদ হয়ে গেছে এই জনপ্রিয় তারকা-জুটির।
দিশা আজ সোশ্যাল মিডিয়ার একজন সুপারস্টার। তার ইনস্টাগ্রামে ঘুরে বেড়ানো, প্রিমিয়ারে অংশগ্রহণ কিংবা ব্যতিক্রমী ফটোশুট সবই নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। আর এই জনপ্রিয়তাই তাকে নিয়ে গেছে আরও বড় পরিসরে।
বলিউড তথা উপমহাদেশের গণ্ডি পেরিয়ে এখন তিনি নাম লিখিয়েছেন হলিউড ছবিতেও। কেভিন স্পেসির সঙ্গে অভিনয় করছেন ‘হোলি গার্ডস’ ছবিতে।
একই সঙ্গে আগামীতে দেখা যাবে তাকে বলিউডের মাল্টিস্টারার কমেডি ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি ‘ওয়েলকাম টু জঙ্গল’-এ।
আজ জন্মদিনে নতুন করে আলোচনায় সেই স্কুল ইউনিফর্ম পরা মেয়েটি, যার যাত্রাপথ বলিউড ছুঁয়ে এবার পাড়ি দিচ্ছে হলিউডের দিকে।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest