প্রকাশিত: ৮:২৭ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২৫
বিনোদন ডেস্ক : লিভার সিরোসিসে আক্রান্ত হয়েছেন হিন্দি টিভি সিরিয়াল ও তেলেগু সিনেমার অভিনেত্রী সানা মকবুল খান। অটোইমিউন হেপাটাইটিস থেকে শুরু হওয়া তার শারীরিক জটিলতা এখন লিভার সিরোসিসে রূপ নিয়েছে বলে জানা গেছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে সানা মকবুল জানান, ‘আমি কিছুদিন ধরে অটোইমিউন হেপাটাইটিসে ভুগছি। আমার শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা এখন আমার লিভারকেই আক্রমণ করছে। ফলে বর্তমানে আমার লিভার সিরোসিস ধরা পড়েছে।’
৩১ বছর বয়সী এই অভিনেত্রী বর্তমানে ইমিউনোথেরাপি নিচ্ছেন। তিনি বলেন, ‘আমি শক্ত থাকার চেষ্টা করছি। একদিন পর পর চিকিৎসা নিচ্ছি। এটি খুব কঠিন ও ক্লান্তিকর হলেও আমি হাল ছাড়তে চাই না।’
লিভার প্রতিস্থাপন করতে চান না জানিয়ে সানা বলেন, ‘চিকিৎসক এবং আমি ট্রান্সপ্ল্যান্ট এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি আশাবাদী যে, বড় কোনো অস্ত্রোপচার ছাড়াই সুস্থ হতে পারব। যদিও এটা সহজ নয়, তবুও আমি চেষ্টা করে যাচ্ছি।’
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest