প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০২৫
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মসজিদ কমিটির সভাপতি পদ নিয়ে দু’পক্ষের সংঘর্ষের জেরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এমন পরিস্থিতিতে শুক্রবার (১৩ জুন) উপজেলার কুটি ইউনিয়নের শরৎনগর গ্রামে কেন্দ্রীয় মসজিদে পুলিশের কঠোর পাহারায় জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
বিষয়টি নিশ্চিত করেছেন কসবা থানার ওসি মোহাম্মদ আব্দুল কাদের।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ জুন (মঙ্গলবার) সন্ধ্যা ৬টার দিকে শরৎনগর গ্রামে মসজিদ কমিটির সভাপতি পদ নিয়ে স্থানীয় ভূইয়া, গাজী ও মিয়া গোষ্ঠীর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়।
এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
সংঘর্ষের ঘটনায় কসবা থানায় বৃহস্পতিবার (১২ জুন) উভয় পক্ষ থেকে পৃথক দুটি মামলা করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নির্বাচনের প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরেই এলাকাজুড়ে মতবিরোধ চলছিল। এরই জেরে ওই দিন সন্ধ্যায় কথা-কাটাকাটি থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’পক্ষ।
এদিকে, সংঘর্ষের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যে কারণে শুক্রবার জুমার নামাজকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।
নিরাপত্তা নিশ্চিত করতে মসজিদ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং জুমার নামাজ আদায় শেষে মুসল্লিরা দ্রুত মসজিদ ত্যাগ করেন।
কসবা থানার ওসি মোহাম্মদ আব্দুল কাদের বলেন, ‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সতর্ক রয়েছে। এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।’




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest