বিয়ে নয়, ভাল সঙ্গী চাই : দিব্যা দত্ত

প্রকাশিত: ৯:৫৩ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০২৫

বিয়ে নয়, ভাল সঙ্গী চাই : দিব্যা দত্ত

বিনোদন ডেস্ক : বলিউডে যখন বিয়ের ঘণ্টাধ্বনি একের পর এক বেজে চলেছে, ঠিক তখনই দিব্যা দত্ত যেন উল্টো সুরে বাজালেন একান্ত নিজের সানাই। সালমান খান আর সুস্মিতা সেনের মতো তিনিও স্পষ্ট জানিয়ে দিলেন, ‘বিয়ে করতে চাই না!’ তবে এখানেই থেমে থাকেননি এই গুণী অভিনেত্রী।

 

একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দিব্যা দত্ত বলেন, ‘বিয়ে নয়, তবে একজন ভাল সঙ্গী চাই, যার সঙ্গে জীবনের নানা পথে হাঁটা যায়, একসঙ্গে ঘোরা যায়।’

 

শুনেই যেন মনে পড়ে যায় কোনও ট্রাভেল ভ্লগার দম্পতির ইনস্টাগ্রাম রিল – কিন্তু দিব্যার গল্পটা একেবারেই নিজের মতো।

 

তিনি বলেন, ‘যদি একজন ভালো সঙ্গী পাই, তাহলে বিয়েও করতে রাজি আছি। কিন্তু শুধু বিয়ের খাতিরে একটা অকার্যকর সম্পর্কে থাকতে চাই না। বরং নিজেকে সময় দেওয়া, নিজেকে ভালোবাসা অনেক জরুরি।’

 

দিব্যার কথায় যেন আজকের শহুরে একক নারীর প্রতিচ্ছবি – আত্মনির্ভর, স্পষ্ট এবং আত্মবিশ্বাসে টইটম্বুর।

 

এই বলিউড নায়িকা আরও জানান, বহু পুরুষ তার প্রতি আগ্রহ দেখালেও তিনি নিজেকে কারও সঙ্গে যুক্ত করার আগে খোঁজেন সত্যিকারের যোগাযোগ, খোঁজেন এমন কাউকে যে ‘তার হাতটা ধরতে পারবে’।

 

 

তার ভাষায় – ‘যদি সম্পর্ক না-ও হয়, তাও আমি সুখী। আশপাশে ভালো বন্ধু আছে, আমিও নিজের জন্য যথেষ্ট।’

 

সবচেয়ে মজার অংশ আসে যখন এক বন্ধু তাকে জিজ্ঞেস করে – ‘তুমি এত সুন্দর, আকর্ষণীয়, যত্নশীল – তাও বিয়ে করোনি কেন?’

 

দিব্যার উত্তর, ‘সম্ভবত আমি ওভারকোয়ালিফাইড!’ বলিউডে কেউ যদি এই কথা নিঃসঙ্কোচে বলতে পারেন, তিনি দিব্যা দত্তই।

 

এখন আর তিনি ‘আবেগ অনুভূতিকে বিশেষ পাত্তা দেন না’ – নিজের অভিজ্ঞতা থেকেই এমন জবাব দেন।

 

কাজের দিকেও দিব্যা ব্যস্ত সময় কাটাচ্ছেন। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ছাবা’ ছবিতে তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

 

যেখানে ভিকি কৌশল ছিলেন ছত্রপতি শম্ভাজি, অক্ষয় খান্না ছিলেন ঔরঙ্গজেব আর রশ্মিকা মান্দান্না হয়েছিলেন ইয়েসুবাই।

 

ছবিটি বক্স অফিসে রীতিমতো ঝড় তুলে আয় করেছে ৮০৭.৮৮ কোটি টাকা! বর্তমানে এটি নেটফ্লিক্সে স্ট্রিম হচ্ছে।

 

এবার অপেক্ষা ‘নাস্তিক’ সিনেমার জন্য, যেখানে দিব্যার সঙ্গে আছেন অর্জুন রামপাল, ইহানা ধিলোঁ আর ছোট্ট হার্ষালি মালহোত্রা।

 

ছবির মুক্তির তারিখ এখনও ঘোষণা হয়নি, তবে গুঞ্জন বলছে, এই সিনেমাতেও দিব্যার চরিত্র হতে চলেছে একেবারে ব্যতিক্রমী।

 

বলিউডে যখন প্রেম, বিয়ে আর বিচ্ছেদের গল্পে খবরের কাগজ ভর্তি, তখন দিব্যা দত্ত একা হয়ে থেকেও যেন সবার থেকে এগিয়ে – নামের পাশে ঠিক যেন নতুন এক বিশেষণ জুড়ে দিয়েছেন: ‘ওভারকোয়ালিফাইড ফর ম্যারেজ’!

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

Add