ঈদ-উল আযহা উপলক্ষে আনসার সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় – উপ-মহাপরিচালক

প্রকাশিত: ১০:১০ পূর্বাহ্ণ, জুন ৭, ২০২৫

ঈদ-উল আযহা উপলক্ষে  আনসার সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় – উপ-মহাপরিচালক

1

নিজস্ব প্রতিবেদক : আজ ৭ই জুন, ২০২৫ (শনিবার): পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সিলেট জেলায় আনসার ও ভিডিপি সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময়, পরিদর্শন ও ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন বাংলাদেশ আনসার ও ভিডিপি সিলেট রেঞ্জ এর উপ-মহাপরিচালক মোঃ জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস।

3

 

সকাল ৭:৪৫ মিনিটে উপ-মহাপরিচালক সিলেট জেলার আনসার ও ভিডিপি জামে মসজিদে অনুষ্ঠিত পবিত্র ঈদ-উল-আযহার জামাত ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

5

ঈদের জামাত শেষে তিনি জেলায় উপস্থিত, সিলেট জেলার কর্মকর্তা-কর্মচারী এবং মোতায়েনকৃত আনসার ব্যাটালিয়নের সদস্যদের সাথে ঈদের হৃদ্যতাপূর্ণ শুভেচ্ছা বিনিময় করেন।

 

7

ঈদ-উল আযহা উপলক্ষে আনসার সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় - উপ-মহাপরিচালক

 

পরবর্তীতে উপ-মহাপরিচালক সিলেট জেলার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে আনসার গার্ড পোস্ট পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি আনসার সদস্যদের সাথে ঈদের ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের মিষ্টান্ন উপহার দেন। তিনি সকল সদস্যদের মহাপরিচালকের শুভেচ্ছা পৌঁছে দেন। এসময় উপ-মহাপরিচালক আনসার সদস্যদের আত্মত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সুনিপাটভাবে পালনে আরও বেশি শ্রদ্ধাশীল ও মনোযোগী হওয়ার নির্দেশনা প্রদান করেন। তিনি তার বক্তব্যে আনসার সদস্যদের তাদের পরিবারের সাথে নিয়মিত ভালো যোগাযোগ বজায় রাখার এবং নিজেদের ঈদের আনন্দ পরিবার ও সহকর্মীদের সাথে ভাগ করে নেওয়ার পরামর্শ দেন। এছাড়া তিনি আনসার সদস্যদের ঈদের ছুটিকালীন বিভিন্ন সরকারি/সায়ত্ত্বশাসিত কেপি-আইগুলোতে কঠোর নিরাপত্তা বিধানে অধিক সর্তকতা ও নজরদারির সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন।

 

উল্লেখ্য যে, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, ওসমানী মেডিকেল কলেজ,সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, শাহজালাল ফার্টিলাইজার, সিলেট গ্যাসফিল্ড লিমিটেড, বিভিন্ন তাপ ও বিদ্যুৎ কেন্দ্র, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সহ সিলেট জেলার ১৫৫ টি সরকারি-বেসরকারি সংস্থা ও কেপি-আই এর নিরাপত্তা বিধানে অঙ্গীভূত আনসার সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া সিলেট জেলায় আনসার ব্যাটালিয়ন এর সদস্যরা জেলা প্রশাসন এর বিভিন্ন অবৈধ বালু-পাথর উত্তোলন সহ বিভিন্ন অপরাধমূলক কাজ বন্ধের উদ্দেশ্য পরিচালিত মোবাইল কোর্ট এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভিন্ন অভিযানে অংশগ্রহণ করে থাকে।

 

7

দুপুরে উপ-মহাপরিচালক সিলেট জেলার মোতায়েনকৃত আনসার ব্যাটালিয়নের সদস্যদের সাথে একত্রিত হন। তিনি সদস্যদের সাথে আনন্দঘন পরিবেশে কেক কেটে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন এবং ঈদ উপলক্ষ্যে আয়োজিত বিশেষ প্রীতিভোজ এ অংশগ্রহণ করেন।

 

উক্ত অনুষ্ঠানসমূহে সহকারী জেলা কমান্ড্যান্ট তানিয়া আক্তার , সার্কেল এডজুটেন্ট জনাব মো: ফারুক হোসাইন এবং সিলেট সদর উপজেলার আনসার ও ভিডিপি প্রশিক্ষক জনাব রূপক তালুকদার।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
7