প্রকাশিত: ৫:৩৯ পূর্বাহ্ণ, জুন ৬, ২০২৫
বিনোদন ডেস্ক : কারিনা কাপুরকে বিয়ে ঘরে সুখের সংসার করছেন সাইফ আলী খান।এই দুজনকে বলিউডের পাওয়ার কাপল আখ্যা দিয়েছেন নায়িকা সারা আলী খান। সারা সাইফের আগের সংসারের প্রথম সন্তান।
অমৃতা সিং এর সঙ্গে ২০০৪ সালে ডিভোর্স হয় সাইফ আলী খানের। এরপর তিনি একাই ছিলেন। ২০১২ সালে ভালোবেসে বিয়ে করেন কারিনা কাপুরকে। দুই সন্তান নিয়ে এই দম্পতির সুখের সংসার।
সাইফ কারিনার ভালোবাসার বন্ধন, একে-অন্যের প্রতি ভালোবাসা দেখেই সবারই ধারণা তারা সুখে আছেন। শুধু তাই নয়, সাইফ-কন্যা সারা আলি খান পর্যন্ত মনে করেন, বলিউডের সবচেয়ে পাওয়ার কাপল দম্পতি হচ্ছে সাইফ-কারিনা।
সারা বর্তমানে ‘মেট্রো ইন ডিনো’ সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ৪ জুন এই ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সারাকে বলিউডে তার পছন্দের সবচেয়ে পাওয়ার কাপলের নাম জিজ্ঞাসা করা হয়েছিল। সারা উত্তর দেন একদম সময় না নিয়ে। তিনি বলেন, ‘আমার কাছে, বলিউডের সবচেয়ে পাওয়ার কাপল দম্পতি হচ্ছে আমার বাবা অর্থাৎ সাইফ ও কারিনা।’
সারা এটাও বলেন যে, তিনি সাইফকে তো ভালোবাসেনই, সেইসঙ্গে কারিনাকেও তার খুব পছন্দ।
বলা প্রয়োজন, সাইফ আলি খান ১৯৯১-২০০৪ সাল পর্যন্ত অমৃতা সিং-এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। ১৩ বছর পর তাদের বিচ্ছেদ ঘটে। তাদের দু’টি সন্তান সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest