প্রকাশিত: ৭:৩৩ পূর্বাহ্ণ, জুন ৪, ২০২৫
বিনোদন ডেস্ক : ইতোমধ্যেই কোরবানির পশু কেনার ধুম পড়েছে। ক্রেতারা এক পাশুর হাট থেকে অন্য হাটে ছুটছেন।
অনেকে আবার পশু দেখতে ভিড় জামাচ্ছেন হাটগুলোতে। অন্য আট-দশজন মানুষের মতো শোবিজ তারকাও কোরবানির হাটে যাওয়ার জন্য ঈদের অপেক্ষায় থাকেন।
সম্প্রতি গণমাধ্যমে শৈশবে কোরবানি ঈদের ঘটনা জানিয়েছেন মেহজাবীন চৌধুরী। তিনি জানান, লুকিয়ে লুকিয়ে হাটে গিয়ে ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছিলেন।
মেহজাবীন বলেন, ঈদে গরু কোরবানি নিয়ে সবাই ব্যস্ত থাকে। এ বিষয়টি খুব ভালো লাগে আমার কাছে। ছোটবেলায় কোরবানি উপলক্ষে বাসায় গরু-ছাগল কিনে আনার পর থেকেই আনন্দের বাঁধ ভেঙে যেত। কোরবানির ঈদ নিয়ে খুব মজার একটি স্মৃতি রয়েছে।
মেহজাবীন যোগ করে বলেন, বড়দের কাছে গরুর হাটের নানা গল্প শুনতে শুনতে একবার হাট দেখার খুব ইচ্ছা হলো। চাচাতো ভাইদের কাছে গরুর হাটে যাওয়ার আবদার করলাম। ভাইয়েরা আমাকে নিতে রাজি হলো না। আমি লুকিয়ে তাদের পিছু নিয়েছিলাম। কিন্তু হাটে গিয়ে ভিড়ের মধ্যে তাদের হারিয়ে ফেলি। ভয়ে হাটে বসে কি কান্না।
তিনি আরও বলেন, হাটে ভাইদের হারিয়ে ফেললেও একসময় তাদের খুঁজেও পাই। এসব স্মৃতি মনে পড়লে একা একাই এখন হাসি। আবার সেসব দিনের কথা মনে হলে আনন্দও লাগে। যা এখন আর পাই না। সেই আনন্দ আর নেই।
এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে মেহজাবীন অভিনীত সিনেমা ‘সাবা’। ৯০ মিনিটের সিনেমায় নাম ভূমিকায় আছেন এই অভিনেত্রী। এতে আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনোয়ার। মাকসুদ হোসাইন পরিচালিত সিনেমাটি ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়েছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest