প্রকাশিত: ৯:৩৮ পূর্বাহ্ণ, জুন ৩, ২০২৫
বিনোদন ডেস্ক : সাইফ আলি খানের উপর দুষ্কৃতী হামলায় চমকে উঠেছিল গোটা মুম্বাই। এই ঘটনার তিন দিনের মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তবে তার আগেই প্রশ্ন উঠেছিল—এত বড় তারকার বাড়িতে নেই কোনো বিশেষ নিরাপত্তা? বাড়ির পিছনের দরজা খোলা! সেই ফাঁক দিয়েই ঢুকে পড়ে দুষ্কৃতী, সিঁড়ি বেয়ে উঠে সরাসরি ঘরে গিয়ে সাইফকে ছুরিকাঘাত করে।
এই মর্মান্তিক ঘটনার পর থেকেই সাইফের বাড়ির নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করা হয়েছে।
ঘটনার রেশ কাটতে না কাটতেই এক বড় সিদ্ধান্ত নিলেন কারিনা কাপুর খান। সদ্য ৪৪ বছরে পা দেওয়া অভিনেত্রী জানালেন, এই বয়সে এসে সম্পূর্ণ বদলে ফেলেছেন নিজের জীবনযাপন।
কারিনা আগেও খুব বেশি অনিয়ম করতেন না, তবে মাঝেমধ্যেই তার বাড়িতে বন্ধুবান্ধবীদের নিয়ে চলত নাইট পার্টি। এখন সব বন্ধ। করিনা এখন নিয়মিত সন্ধ্যা ৬টার মধ্যে রাতের খাবার খেয়ে ফেলেন এবং রাত সাড়ে ৯টার মধ্যেই শুয়ে পড়েন।
এক সাক্ষাতকারে কারিনা বলেন, ‘আমাকে আর কোনো রাতের পার্টিতে পাওয়া যাবে না। আমার বাড়ির লোকেরা জানেন আমি বদলে গিয়েছি। রাতে বিছানায় শুয়ে অল্প আওয়াজে ওয়েব সিরিজ দেখি, এতটুকুই।
শুধু কারিনাই নন, এই একই জীবনশৈলীর অনুসরণ করেন আনুশকা শর্মা ও অক্ষয় কুমারের মতো তারকারাও।
সাইফের ওপর আক্রমণের সেই আতঙ্ক এবং নিরাপত্তাহীনতার অভিজ্ঞতা যেন কারিনার ভেতরেই এক নতুন অধ্যায়ের সূচনা করে দিয়েছে—আরও নিয়মানুবর্তী, শান্তিপূর্ণ এবং নিরাপদ জীবনযাত্রা।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest