প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ, জুন ২, ২০২৫
বিনোদন ডেস্ক : একটি বিয়েবাড়ি। সাজসজ্জায় ব্যস্ত দুই ইন্টেরিয়র ডিজাইনার তিতির ও সাদমান। হঠাৎ করেই দেখা তাদের। তারপর বেঁধে যায় দ্বন্দ্ব। তাদের ঝগড়া থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে এক মিষ্টি প্রেমের গল্প। এমনই এক কাহিনি নিয়ে আসছে ঈদে প্রচার হবে বিশেষ নাটক ‘মন মানে না’।
নাটকটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও সাদিয়া আয়মান। পরিচালনায় আছেন তৌফিকুল ইসলাম। চিত্রনাট্য রচনা করেছেন মেজবাহ উদ্দীন সুমন। প্রযোজনায় রয়েছে এসকে সাহেদ আলী পাপ্পুর প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি।
‘মন মানে না’ নাটকে মুশফিক আর ফারহান ও সাদিয়া আয়মান। ছবি: সংগৃহীত
গল্পের শুরুতে দেখা যাবে, তিতির এসে অবাক হয়ে জানতে পারে একই বিয়েবাড়িতে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করছে আরও একটি প্রতিষ্ঠান। প্রতিপক্ষ হিসেবে হাজির হয় সাদমান। তার আচরণ প্রথম থেকেই তিতিরের জন্য অসহ্য! তারা কেউ কাউকে কাজ করার সুযোগ দিতে রাজি নয়।
‘মন মানে না’ নাটকে মুশফিক আর ফারহান ও সাদিয়া আয়মান। ছবি: সংগৃহীত
পরে জানা যায়, হবু দম্পতি মামুন ও দীপা যৌথভাবে আয়োজনটি করছে। খরচ ভাগাভাগির চিন্তায় দুই প্রতিষ্ঠানকে আলাদাভাবে দায়িত্ব দিয়েছে তারা। কিন্তু পেশাদার দ্বন্দ্ব থেকে শুরু হওয়া বিরোধ একসময় এমন জায়গায় পৌঁছায় যেখানে কাজের চেয়ে বড় হয়ে ওঠে আবেগ।
পরিচালক জানান, ‘গল্পের মূল দুটি চরিত্রের শুরুটা শুধুই দ্বন্দ্ব দিয়ে হলেও, ধীরে ধীরে দুই চরিত্রের মধ্যকার সম্পর্ক বদলায়। সেই বদলের মধ্য দিয়েই এগিয়ে যায় গল্প।’
‘মন মানে না’ নাটকে মুশফিক আর ফারহান ও সাদিয়া আয়মান। ছবি: সংগৃহীত
‘মন মানে না’র প্রযোজক ও পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এই নাটকটি ছাড়াও এই ঈদে এক ডজন বিশেষ নাটকের ডালা সাজানো হচ্ছে সিএমভি’র ব্যানারে। যা চাঁদরাত থেকে ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest