প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ, জুন ১, ২০২৫
প্রগতিশীল রাজনীতির সংস্পর্শে ছাত্র জীবন থেকেই বেড়ে উঠা সাংবাদিক নাজমুল কবির পাভেলের। ছাত্র ইউনিয়নের রাজনীতিতে হাতেকড়ির পর তিনি বাংলাদেশ কৃষক সমিতি, ন্যাপ (মোজাফফর) এর একজন কর্মী ছিলেন।সেইসময় নেশা থেকে শুরু সাংবাদিকতা। একসময় তা রূপ নেয় পেশায়। ন’য়ের দশক থেকে সেই যাত্রা শৃুরু হবার পর থেকে আর থেমে নেই তিনি। খবরের অন্তরালের খবর বের করে আনতে প্রতিনিয়ত ক্যামেরা নিয়ে অন্তহীন ছোটে চলা নাজমুল কবির পাভেলের।
দীর্ঘ এই যাত্রায় জীবনে পেয়েছেন অনেক খ্যাতি ও সম্মান। যাত্রার শুরুটা ছিল দেশের প্রাচীনতম জাতীয় পত্রিকা ‘দৈনিক সংবাদ’ এর ছাতক প্রতিনিধি হিসেবে। মফস্বল থেকে যাত্রা শুরু হওয়া সাংবাদিক পাভেলের এক সময় ডাক আসে সিলেট অফিসে কাজ করার। পরবর্তীতে একই পত্রিকার সিলেট অফিসে যোগ দেন তিনি। ২০০৪ সাল থেকে ২০০৮ সালের জুন মাস পর্যন্ত ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকায় সিলেট অফিসে ফটো সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন এবং ‘বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকায় জন্মলগ্ন থেকে প্রায় এক যুগ স্টাফ ফটোগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করেন। একইসাথে সিলেটের স্থানীয় দৈনিক প্রভাত বেলায় চিপ ফটো সাংবাদিক হিসেবে কর্মরত রয়েছেন। তাছাড়া, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার পাশাপাশি তিনি ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের টেলিভিশন নিউজ ২৪ এর সিলেট অফিসে ক্যামেরাপার্সন হিসেবে আড়াই বছর কর্মরত ছিলেন।
এর আগে ১৯৯১ সাল থেকে নিজেদের পারিবারিক পত্রিকা সাপ্তাহিক সুনামগঞ্জের কাগজ, ২০০৩ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক একটি লিটল ম্যাগাজিন “রক্ত সাগর পেরিয়ে” সম্পাদনা এর সম্পাদনার দায়িত্ব পালন করেন। ২০০৫ সালে তিনি “আলোকিত ছাতক” সম্পাদনা করেন।
সিলেটের স্থানীয় দৈনিকগুলোর মধ্যে পর্যায়ক্রমে তিনি কাজ করেন,‘দৈনিক সিলেট বাণী’, ‘দৈনিক জালাবাদ’, ‘দৈনিক খবর’, ‘দৈনিক প্রভাত বেলা’। সিলেটের স্থানীয় দৈনিক দিনকাল পত্রিকার পরিচালক ও নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
ব্যক্তিগত জীবনে পাভেল দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক। ছোট ছেলে আল মুক্তাধির কবীর রোহান সিলেট মেট্রাপলিটন বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সাইন্স নিয়ে লেখাপড়া করছেন। বড় মেয়ে ও বড় ছেলে বর্তমানে কানাডা প্রবাসী।
ইমজা সিলেটের টানা দুইবারের সাবেক কার্যকরি সদস্য ও সিলেট প্রেসক্লাবের সদস্য নাজমুল কবির পাভেল ব্যাক্তিগতভাবে একজন সৎ ও কর্মনিষ্ট সংবাদকর্মী। তাছাড়া, সিলেটের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে তিনি জড়িত আছেন। তিনি সিলেট প্রেসক্লাবের সদস্য এবং ইলেক্ট্রনিকস মিডিয়া জার্নালিষ্ট (ইমজা) সিলেটের সদস্য সহ বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগের বিভাগীয় কমিটির সাবেক সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর বিভাগীয় কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest