প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৩
নিউজ ডেস্ক : লিবারেল ডেমোক্রেটিক পার্টি (LDP)নেতা মো: রুহেল আহমেদের রানাপিং বাজারস্ত “মা ট্রেডার্স“ দোকান থেকে চায়নার তৈরি একটি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এলডিপি নেতা মো: রুহেল আহমেদের দোকান তল্লাশি করে পিস্তল ও গুলি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে আওয়ামীলীগের কয়েকজন নেতাকর্মী (LDP)নেতা মো: রুহেল আহমদ এর রাণাপিংবাজারের দোকানে আসেন এবং উনাকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (LDP) ছেড়ে আওয়ামীলীগে কাজ করার প্রস্তাব দেন। আওয়ামী লীগের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করায় আওয়ামীলীগের নেতাকর্মী তাহার উপর ক্ষিপ্ত হয়ে হাতাহাতি শুরু করে, এক পর্যায়ে এলডিপি নেতা অবস্থার নেগতিক দেখে দোকানের পেছনে দরজা দিয়ে পালিয়ে যান । সেই সুযোগে আওয়ামী লীগের দুর্বৃত্তকারীরা তাহার ক্যাশ বাক্স লোট করে নিয়ে যান ও দোকান ভাংচুর করেন।এর কিছুক্ষণ পর পুলিশ এসে উক্ত দোকান তল্লাশি করে একটি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করে।
পুলিশ জানায় আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি (LDP) নেতার দোকানে পিস্তল ও গুলি রয়েছে, তাই আমরা খবর পাবার সাথে সাথে ঘটনাস্থল তল্লাশি করে এটি উদ্ধার করতে সক্ষম হই।
এলডিপি নেতা মো: রুহেল আহমদের ভাই মোঃ মারুফ আহমদ ’সিলেট ২৪ এক্সপ্রেস ডটকম কে’ জানান, আওয়ামীলীগের লোকজন বিভিন্ন সময় আমার ভাইকে এলডিপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেয়ার জন্য হুমকি দিয়ে আসছে। আজও তারা আমার ভাইয়ের দোকানে এসে তাকে এলডিপি ছেড়ে আওয়ামীলীগে যোগ দেয়ার প্রস্তাব করেছিল, সেই প্রস্তাবে রাজি না হওয়ায় তারা আমার ভাইয়ের দোকান লুটপাট করেছে এবং তারা আমার ভাইকে ফাঁসানোর জন্য তাহার দোকানে অস্ত্র রেখে পুলিশকে খবর দেয়।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মাসুদুল আমিনের সাথে মুটোফোনে কথা বললে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (LDP)নেতা মো: রুহেল আহমেদের রানাপিং বাজারস্ত “মা ট্রেডার্স“ দোকানে অবৈধ অস্ত্র রয়েছে তাই এটি উদ্ধার করতে পুলিশ প্রেরণ করি এবং ১টি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করতে পুলিশ সক্ষম হয়। তাহার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দেয়ার প্রস্তুতি চলছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest