প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, মে ২৫, ২০২৫
দক্ষিণ সুরমা প্রতিনিধি : আব্দুল আজিজকে হত্যার হুমকিদাতাদের দ্রত সময়ের মধ্যে আইনের আওতায় আনার দাবী ।
সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আজিজকে হত্যার হুমকির প্রতিবাদে কর্মবিরতি ও মানববন্ধনে বক্তারা বলেছেন, প্রশাসনের দূর্বলতার কারণে বিগত ২০২০ খ্রিস্টাব্দে সংগঠনের তৎকালীন সাধারণ সম্পাদককে হত্যার শিকার হতে হয়েছিলো। ঠিক একই কায়দায় আবারও বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল আজিজকে চিহ্নিত সন্ত্রাসী দ্বারা হত্যার হুমকি দেয়া হয়েছে। অথচ প্রশাসন তার বিরুদ্ধে কোন প্রদক্ষেপ নিচ্ছে না।
রোববার (২৫ মে) সকালে নগরীর দক্ষিণ সুরমায় অবস্থিত সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
হুমকিদাতাদের দ্রত সময়ের মধ্যে আইনের আওতায় আনার দাবী জানিয়ে বক্তারা বলেন, প্রশাসনের দূর্বলতার কারণে যদি বিগত দিনের ন্যায় কোন অনাকাংখিত ঘটনা ঘটে তার দায় দ্বায়িত্ব প্রশাসনকেই নিতে হবে। প্রশাসনের আর কোন দূর্বলতা সহ্য করা হবে না।
সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মনির হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সহ-সভাপতি কাউছার আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সহ সাধারণ সম্পাদক সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ জলিল, অর্থ সম্পাদক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক রোমান হোসেন, প্রচার সম্পাদক গোলাপ খান, লাইন সম্পাদক নুরুল হুদা রুবেল, কার্যকরী সদস্য ইমান আলী, আলমগীর হোসেন প্রমুখ।
মানববন্ধন শেষে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নিকট স্মারকলিপি প্রদান করেন সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়ন নেতৃবন্দ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest