প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ণ, মে ২১, ২০২৫
নিউজ ডেস্ক : সিলেটের সাদাপাথর ও জাফলংয়ে হঠাৎ করে পাহাড়ি ঢল নেমে ধলাই ও পিয়াইন নদীতে প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে।
সোমবার (১৯ মে) সকালে ভারতের মেঘালয় থেকে নেমে আসা ঢলটি ধলাই ও পিয়াইন নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করে। এতে জাফলংয়ের জিরো পয়েন্ট ও সাদাপাথরসহ আশপাশের এলাকা দ্রুত প্লাবিত হয়।
নদীর পানি প্রবল বেগে প্রবাহিত হওয়ায় আশপাশের বসতি ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে পানি প্রবেশ করে। কয়েক ঘণ্টার মধ্যেই নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেছে।
সাদাপাথর ও জাফলংয়ের অধিকাংশ পর্যটন এলাকা এরইমধ্যে পানিতে তলিয়ে গেছে। ফলে বন্ধ রাখা হয়েছে এসব পর্যটন। তবে মঙ্গলবার (২০ মে) সকাল ১১টার পর থেকে পানি কমতে শুরু করে।
জাফলং ছাড়াও গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ এবং কানাইঘাট উপজেলার নদী তীরবর্তী এলাকাগুলোতেও পানির প্রবল গতি ও ভাঙনের খবর পাওয়া গেছে। এসব এলাকায় বহু কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সিলেট ও ভারতের মেঘালয় অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। ফলে নদীর পানি আরও বাড়তে পারে এবং বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest