প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত দুই বন্ধুর জানাযা হয়েছে একসাথে। অন্যবন্ধু হাসপাতালের আইসিইউতে আশংকাজনক অবস্থায় রয়েছেন। মোটরাসাইকেল নিয়ে ৩ বন্ধু ঘুরতে বের হয়েছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। এতে ২ বন্ধুর মৃত্যু হয় এবং অন্যজনের অবস্থাও আশংকাজনক।
গত শুক্রবার বিকেলে সিলেট নগরীর লাক্কাতুরা এলাকায় এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নগরীর আম্বরখানা বড়বাজার এলাকার মুর্শেদ আলীর ছেলে মোহাম্মদ মুরাদ আহমদ শাওন এবং একই এলাকার সামছুল আলমের ছেলে মোহাম্মদ আশরাফুল ইসলাম। দুর্ঘটনায় আহত তাদের অপর বন্ধু একই এলাকার নুর মিয়ার ছেলে মিজানুর রহমান সজিব।
জানা যায়, শুক্রবার (১৬ মে) বিকেলে একটি মোটরসাইকেলে (সিলেট-ল ১২ ৭৭ ২৫) তিন বন্ধু বিমানবন্দর এলাকায় যাচ্ছিলেন। লাক্কাতুরা এলাকায় আসলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে তিন জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। অপরজন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন, তার অবস্থাও গুরুতর।
বিমানবন্দর থানা পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।
শনিবার (১৭ মে) দুপুরে বড়বাজার এলাকায় নিহতদের বাড়ির পাশে একটি খোলা জায়গায় তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে হযরত মানিকপীর (রহ.) মাজার সংলগ্ন কবরস্থানে ২ বন্ধুকে পাশাপাশি কবর দেয়া হয়।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest