প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, মে ৫, ২০২৫
নিউজ ডেস্ক : লন্ডন থেকে হাসি মুখে বিদায় নিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার (৪ মে) স্থানীয় সময় বিকালে যুক্তরাজ্য লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাকে বিদায় দেন তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির নেতারা।
এসময় সেখানে এক আবেগঘন পরিস্থিতি তৈরি হয়। তবে সবার মুখেই ছিল হাসি।

বিদায় নেওয়ার ঠিক আগে হুইল চেয়ারে বসা খালেদা জিয়া তার ছেলে তারেক রহমানের উদ্দেশে বলেন, ‘কতক্ষণ থাকতেছো?’
তখন কাছে এসে তারেক রহমান বলেন, ‘তুমি (বিমানে) উঠে গেলে জায়মাকে (নাতনী) নিয়ে চলে যাবো।’
এরপর সামনে দাঁড়িয়ে থাকা তারেক রহমানের মেয়ে জায়মা রহমানের উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘বাবাকে কেয়ার করো।’
তখন মাথা নুয়ে জায়মা উত্তর দেন, ‘অবশ্যই।’
এবার তারেক রহমান ‘আল্লাহ হাফেজ’ বলে বিদায় দেন।
তখন খালোদা জিয়াও ‘আল্লাহ হাফেজ’ বলে সবার কাছ থেকে বিদায় নেন।
এসময় তাকে বলতে শোনা যায়, ‘ভালো থাকো তোমরা। ভাইয়ার (তারেক রহমান) খেয়াল রেখো।’
স্থানীয় সময় সোমবার (৫ মে) বিকাল চারটা পনেরো মিনিটে হিথ্রো বিমানবন্দর থেকে কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্স রওনা হওয়ার কথা বিএনপির চেয়ারপারসনের।
এদিকে নিরাপত্তা ইস্যুর কারণে দেখা হবে না জেনেও বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানাতে এদিন সকাল থেকেই জড়ো হয়েছেন ইউরোপের বিএনপির নেতাকর্মীরা।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest