প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, মে ৩, ২০২৫
নিউজ ডেস্ক : সতের বছর পর ৫ মে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেশে ফিরবেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। তার ফেরাতে বিএনপির রাজনীতিতে যোগ হচ্ছে নতুন মাত্রা।
অতীতে বিভিন্ন সময় গুঞ্জন উঠেছিলো বিএনপির হাল ধরতে পারেন জোবাইদা। এবার ফেরাকে ঘিরেও ডালাপাল মেলেছে তিনি রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। বিশেষ করে তারেক রহমান যেহেতু এখনই ফিরছেন না আর তার স্ত্রী জোবাইদা আগেই ফিরছেন ফলে রাজনীতিতে তার ফেরার গুঞ্জন আরও জোড়ালো হয়েছে।

আলোচনা চলছে, দেশের রাজনীতিতে তারেক রহমান যে ভূমিকা রাখতেন সেই একই ভূমিকায়ই থাকবেন জোবাইদা রহমান। এর মূল কারণ খালেদা জিয়া অসুস্থ থাকার কারণে সভা-সেমিনারে জিয়া পরিবারের কেউ থাকতে পারছেন না। এই শূন্যতা দূর করতেই জোবাইদা বিশেষ ভূমিকা রাখবেন।
বিএনপির একজন উচ্চ পর্যায়ের নেতার মুখেও সেই কথা উঠে এসেছে।
নামপ্রকাশে অনিচ্ছুক ওই নেতা রূপালী বাংলাদেশকে বলেন, ‘আমাদের নেত্রী (বেগম খালেদা জিয়া) দীর্ঘদিন ধরেই অসুস্থ। তাকে বিগত সরকার নানভাবে নিপীড়ন করে মাঠের রাজনীতি থেকে বঞ্চিত করেছে। আমাদের লিডারকেও (তারেক রহমান) অন্যায়ভাবে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেশে ফিরতে দেয়নি। ফলে আমরা সামনে থেকে তাদের নেতৃত্ব থেকে বঞ্চিত হয়েছি।’
‘এ কারণে বিভিন্ন সময় আমরা অনুরোধ করেছিলাম জিয়া পরিবারের একজন আমাদের সঙ্গে থেকে দলকে এগিয়ে নেবেন। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগের দমন পীড়নের কারণে সেটিও সম্ভব হয়নি। কিন্তু এখন সময় এসেছে জিয়া পরিবারের একজন আমাদের নিয়ে দলকে এগিয়ে নেওয়ার। যেহেতু লিডার (তারেক রহমান) এখনই ফিরছেন না আর তার সহধর্মীনিকে আমাদের মাঝে পাঠাচ্ছেন। তাই আশা করছি, ডা. জোবাইদা রহমানকে তিনি তার (তারেক রহমান) প্রতিনিধিত্ব হিসেবে নিয়োজিত করবেন।’
বিএনপির একাধিক বিশ্বস্ত সূত্রও বলছে, দেশের রাজনীতিতে তারেক রহমান যতোদিন ফিরছেন না ততোদিন তার হয়ে প্রতিনিধিত্ব করবেন জোবাইদা রহমান, এমন সম্ভাবনা রয়েছে। তবে এ সবকিছুই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর নির্ভর করছে।

এদিকে ফেরার আগেই দলের পক্ষ থেকে জোবাইদা রহমানের নিরাপত্তায় পুলিশের কাছে আবেদন করেছে বিএনপি। যেখানে গাড়িসহ পুলিশ প্রটেকশন এবং বেশকিছু বিষয়ে নিরাপত্তা চাওয়া হয়েছে। এতে জোবাইদা রহমান বিএনপির রাজনীতিতে ভূমিকা রাখবেন সেই বিষয়টি আরও স্পষ্ট করছে।
বিএনপির একজন দায়িত্বশীল নেতাও তেমনটাই ধারণা দেন। যদিও পরিস্কার কিছু বলতে পারেননি।
তিনি রূপালী বাংলাদেশের কাছে আশা প্রকাশ করেন, ‘অনেকদিন পর জিয়া পরিবার থেকে একজন আমাদের পাশে থাকবেন বলেই মনে হচ্ছে।’
১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে জোবাইদা রহমানের বিয়ে হয়। ১৯৯৫ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগ দেন তিনি। ২০০৮ সালে শিক্ষা ছুটি নিয়ে তিনি স্বামী তারেক রহমানের চিকিৎসার জন্য লন্ডনে যান। এরপর থেকে তিনি সেখানেই আছেন।
বিভিন্ন সময় আলোচনা হয়েছিল জোবাইদা রহমান রাজনীতিতে ফিরবেন। বিশেষ করে ২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দি হলে ব্যাপক গুঞ্জন উঠেছিল বিএনপির হাল ধরতে পারেন জোবাইদা রহমান।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest