জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৫

জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

4

নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা সোসাইটি।

 

তাদের পূর্বাভাস অনুযায়ী, দেশটিতে ঈদ উদযাপিত হতে পারে আগামী ৬ জুন (শুক্রবার)। সে হিসেবে বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হতে পারে ৭ জুন (শনিবার)।

 

আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ২৭ মে সকাল ৭টা ২ মিনিটে চাঁদ উঠবে এবং সূর্যাস্তের পর ৩৮ মিনিট পর্যন্ত আকাশে দৃশ্যমান থাকবে, যা অর্ধচন্দ্র পর্যবেক্ষণের জন্য যথেষ্ট।

4

 

সাধারণত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে চাঁদ দেখা যাওয়ার পরদিন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঈদ উদযাপিত হয়।

1

 

সেই নিয়ম মেনেই এ বছর ৭ জুন বাংলাদেশে ঈদের সম্ভাব্য দিন ধরা হচ্ছে।

1

 

6

এদিকে, আমিরাত সরকার ৫ জুনকে আরাফার দিন হিসেবে ঘোষণা করেছে। ৬ থেকে ৮ জুন পর্যন্ত ঈদের ছুটি নির্ধারণ করেছে।

 

মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও একই সময়ে ঈদ উদযাপিত হবে বলে ধারণা করা হচ্ছে।

 

ফলে বাংলাদেশেও সরকারি ছুটি, পশু কোরবানির প্রস্তুতি এবং ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছেন অনেকে।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
2