প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী অফিসার ঊর্মি রায় বলেছেন, আসন্ন ঈদ-উল আযহাকে সামনে রেখে উপজেলা এলাকার যত্রতত্র পশুর হাট বসানো যাবে না। তিনি বলেন, কোরবানীর পশু কেনা-বেচার হাট বসাতে আগ্রহী ব্যক্তিবর্গকে পূর্বাহ্নেই জেলা প্রশাসন বরাবরে যথাযথ বিধি অনুযায়ী আবেদন করতে হবে। শুধুমাত্র অনুমোদিত হাটগুলোতেই কোরবানীর পশু কেনা-বেচা করা যাবে।
তিনি চলতি মাসে দক্ষিণ সুরমা উপজেলা এলাকায় পল্লী বিদ্যুতের ১৩টি ট্রান্সফরমার চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। এই জঘন্য চুরির ঘটনা প্রতিরোধে সংস্থার উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে ডিজিটাল ডিভাইস ব্যবহারের সুপারিশ জানিয়ে চিঠি প্রদানের জন্য স্থানীয় কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। এর পাশাপাশি ট্রান্সফরমার চুরি বন্ধে স্থানীয় কর্তৃপক্ষকে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পদক্ষেপ গ্রহণেরও নির্দেশ দেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা কনফারেন্স হলে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির নিয়মিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
সভায় অন্যদের মধ্যে অংশ নেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান মামুন খান, তেতলী ইউপি চেয়ারম্যান মোঃ অলিউর রহমান, মোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম শায়েস্তা, কামালবাজার ইউপি চেয়ারম্যান মোঃ একরামুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রাণী মোদক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পক্ষে ডা. মোঃ সালাহ্ উদ্দিন মিয়া, দক্ষিণ সুরমা থানার ওসির পক্ষে এসআই বুলবুল বিশ্বাস, মোগলাবাজার থানার ওসির পক্ষে এসআই দেবাশীষ দেব, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রোমান মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক, উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. সাহাব উদ্দিন মুন্না, দক্ষিণ সুরমা উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের পক্ষে পলাশ মালাকার প্রমুখ। এছাড়া জালালপুর ও দাউদপুর ইউপি চেয়ারম্যানের পক্ষে স্ব স্ব প্রতিনিধি এবং দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র অর্থ সম্পাদক মোঃ সানোয়ার আলী সভায় উপস্থিত ছিলেন।
সভায় ইউএনও বলেন, সড়ক দূর্ঘটনায় কোন ব্যক্তি আহত হলে উপজেলা প্রশাসনের স্বাক্ষরসহ যথাযথ প্রমাণাদি নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বরাবরে দরখাস্ত পেশ করলে ৩ লাখ টাকা আর কেউ নিহত হলে ওই ব্যক্তির পরিবারবর্গ ৫ লাখ টাকার সরকারি অনুদান পাবে।
সভায় উপজেলা মৎস্য অফিসার সুনন্দা রাণী মোদক জানান, আগামী ২৮ মে থেকে ২৯ জুন পর্যন্ত একমাস জাতীয়ভাবে ডিমওয়ালা মাছ ধরা নিষিদ্ধ থাকবে। এ সময় তালিকাভূক্ত জেলেদের সরকারি তরফে সহায়তা দেয়া হবে। তিনি বলেন, দক্ষিণ সুরমা উপজেলায় ৬২৮ জন জেলে তালিকাভূক্ত রয়েছেন। নতুন করে যদি কোন জেলে তালিকাভূক্ত হতে আগ্রহী হন, তবে যথাযথ বিধি অনুযায়ী আবেদন করতে হবে।
সভায় উপস্থিত ইউপি চেয়ারম্যান ও সাংবাদিক প্রতিনিধিগণ উপজেলা হাসপাতালের কর্মকর্তা-কর্মচারিগণ কর্তৃক সেবাপ্রার্থীদের সাথে বিভিন্ন অনিয়ম ও দূর্ব্যবহারের কথা তুলে ধরলে ডা. মোঃ সালাহ্ উদ্দিন মিয়া হাসপাতালে বেশ কয়েকটি ডাক্তারের পদসহ বিভিন্ন পর্যায়ের লোকবলের অভাবের কথা তুলে ধরে বলেন, এজন্য রোগীদের চিকিৎসা সেবায় কিছুটা ব্যহত হচ্ছে। ওষুধ সরবরাহে অপারগতার কথা তুলে ধরে তিনি বলেন, আগে একটি প্রকল্পের মাধ্যমে প্রতিটা উপজেলা হাসপাতালে ওষুধ সরবরাহ করা হতো, কিন্তু বর্তমানে এ প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ায় সেবাপ্রার্থীদের ওষুধ সরবরাহে বিঘ্ন ঘটছে।
সভায় সিলেটে চুরি-ছিনতাই-রাহাজানী ইত্যাদিতে নাম্বারপ্লেটবিহীন সিএনজিচালিত অবৈধ অটোরিক্সার সম্পৃক্ততার কথা উল্লেখ করা হলে উভয় থানার পুলিশ প্রতিনিধি এ ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে মর্মে আশ্বাস প্রদান করেন।
সভায় সিলাম ইউনিয়নের রুস্তমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের রাস্তায় পানি উঠে শিক্ষার্থীদের চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটার কথা তুলে ধরা হলে ইউএনও মহোদয় নিজস্ব তহবিল থেকে সাময়িক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest