প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৫
নিউজ ডেস্ক : সিলেটের বিশ্বনাথে মাদ্রাসা ছাত্রীর (১৭) সর্বনাশ করা শিক্ষককে গ্রেফতর করেছে থানা পুলিশ। আজ শুক্রবার রাতে সিলেটের ওসমানীনগর উপজেলার সৈয়দ মান্ধারুকা গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক ক্বারী সেলিম মিয়াকে (৪২) গ্রেফতার করে পুলিশ। সেলিম ঐ এলাকার মৃত শুকুর আলীর ছেলে।
এরআগে ছাত্রীর পিতা বাদী হয়ে সেলিমের বিরুদ্ধে শুক্রবার (১৮ এপ্রিল) ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে’ বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ঐ ছাত্রী বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বাসিন্দা ও স্থানীয় একটি মাদরাসার ৯ম শ্রেণীর ছাত্রী। রমজান মাসে স্থানীয় মসজিদে আরবি কোর্সে মাদ্রাসা ছাত্রী ভর্তি হয়। তখন সেখানে শিক্ষক হিসেবে গ্রেফতারকৃত সেলিম কর্মরত ছিলেন। সেখান থেকেই বাদীর কন্যার উপর গ্রেফতরকৃত সেলিম মিয়ার নজর পড়ে। এরপর থেকে মাদ্রাসায় আসা-যাওয়াকালে সেলিম মিয়া বিয়ের প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় বুধবার (১৬ এপ্রিল) ৯টার দিকে জোরপূর্বক সিএনজি চালিত অটোরিক্সা যোগে ছাত্রীকে তুলে নিয়ে একাধিক বার ধর্ষণ করেন।
বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়েরের পর পরই পুলিশ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেফতর করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এছাড়া ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest