একদিনের ছুটি শেষে ট্রেন চলাচল শুরু

প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০২৫

একদিনের ছুটি শেষে ট্রেন চলাচল শুরু

নিউজ ডেস্ক : ঈদুল ফিতরের একদিনের ছুটি কাটিয়ে আবারও ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছুটছে ট্রেন। মঙ্গলবার (১ এপ্রিল) ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে শুধু আন্তঃনগর ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। একই সঙ্গে এদিন শুরু হয়েছে ঈদের ফিরতি ট্রেনযাত্রাও।

 

তবে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে যাত্রীদের চাপ নেই। বেশির ভাগ আসন ফাঁকা নিয়ে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে আন্তঃনগর ট্রেনগুলো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ট্রেনগুলোতে কিছুটা ভিড় থাকতে পারে বলে জানিয়েছেন রেলওয়ে কর্মকর্তারা।

 

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার শাহাদাত হোসেন জাগো নিউজকে বলেন, ‘ঈদে একদিন ছুটি ছিল। আজ সকাল থেকে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। রাজশাহীগামী ধুমকেতূ এক্সপ্রেস ভোর ৬টায় ছেড়ে গেছে। সকাল সোয়া ৭টায় এগারো সিন্ধুর প্রভাতী, সাড়ে ৭টায় তিস্তা এক্সপ্রেস, সকাল পৌনে ৮টায় মহানগর প্রভাতীসহ বেশ কয়েকটি ট্রেন কমলাপুর ছেড়েছে।’

 

তিনি বলেন, ‘ট্রেনগুলোতে যাত্রী খুব কম। চলতি সপ্তাহে ঢাকা থেকে মানুষ কম বাইরের গন্তব্যে যাবে। ভিড় বাড়বে ফিরতি ট্রেনগুলোতে। সেভাবে প্রস্তুতি নিয়ে ঢাকা থেকে সঠিক সময়ে আন্তঃনগর ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে, যেন দেশের বিভিন্ন স্টেশন থেকে নির্ধারিত সময়ে ট্রেনগুলো আবার ঢাকায় ফিরতে পারে। এটা করতে পারলে ফিরতি যাত্রাও স্বস্তিদায়ক হবে।’

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

Add