ব্রাহ্মণবাড়িয়া হাঁস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া হাঁস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার চাতলপাড় ইউনিয়নের ঘুজিয়াখাই গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, তিন সপ্তাহ আগে রোশেনা বেগম নামে এক নারীর কয়েকটি রাজহাঁস ঘুজিয়াখাই গ্রামের জয়দর মিয়ার ফসলি জমিতে ঢুকে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে জয়দর মিয়া রোশেনা বেগমকে তার বাড়িতে গিয়ে মারধর করেন। এর দুদিন পর প্রতিশোধ নিতে রোশেনার লোকজন জয়দর মিয়াকে রাস্তায় একা পেয়ে মারধর করেন। এ ঘটনার পর থেকেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। পরে স্থানীয়দের মধ্যস্থতায় আপস-মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। তবে আলোচনার মাঝেই জয়দর মিয়ার লোকজন রোশেনার পক্ষের সাইফ মিয়াকে মারধর করেন। এ ঘটনায় উভয় পক্ষই থানায় ও আদালতে একাধিক মামলা দায়ের করেন।

 

সম্প্রতি ঈদের ছুটিতে দুপক্ষের লোকজন বাড়িতে আসতে শুরু করলে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। শুক্রবার জুমার নামাজের পর দুপক্ষের লোকজন ঘোষণা দিয়ে কবরস্থানের পাশে খোলা মাঠে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিক মিয়া জানান, জমিতে রাজহাঁস যাওয়াকে কেন্দ্র করে কিছুদিন আগেও দুপক্ষ সংঘর্ষে জড়িয়েছিল। এ নিয়ে থানায় ও আদালতে মামলা রয়েছে। শুক্রবার সেই পুরনো ঘটনার জের ধরেই ফের সংঘর্ষ হয়েছে।

 

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার খবর পেয়ে চাতলপাড় ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা সবাই শঙ্কামুক্ত রয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

Add