প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৫
এতে উপস্থিত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি জনাব রেজাউল হাসান কয়েছ লোদী, মহানগর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন চৌধুরী ও সিলেট জেলা জজ কোর্টের সম্মানিত পিপি জনাব আশিক ঊদ্দিন আসুক সহ স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের জেলা মহানগরের নেতৃবৃন্দ।
ইফতারের আগে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, এই আয়োজনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সিলেট মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক উমেদুর রহমান উমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, উমেদের এই আন্তরিক সহযোগিতা থাকায় আজ এই প্রান্তিক এলাকার মানুষ একত্রিত হয়ে খালেদা জিয়ার জন্য প্রার্থনা করছে।
সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি জনাব রেজাউল হাসান কয়েছ লোদী বলেন, আগামী নির্বাচনে সাফল্যের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয় নেতকর্মীরা স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ জানিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক দেশনায়ক তারেক রহমানের বিশ্বস্ত কর্মী হিসেবে দেশ ও দেশের মানুষের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান।
জেলা বিএনপি সিনিয়র সহসভাপতি ও পিপি অ্যাডভোকেট আশিকুর রহমান আশুক বলেন, আমরা এই সংকটময় মুহূর্তে জাতীয়তাবাদী দল আমাদের নেতা তারেক রহমানের নের্তৃত্ব বজায় রেখে এই বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করবো যাতে আগামীতে একটি সুষ্ঠ সুন্দর নির্বাচন হয় এবং সেই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়
মহানগর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন চৌধুরী বলেন, আমাদের দলের প্রতিটি কর্মী মানুষের জন্য জনগণের জন্য কাজ করে যাচ্ছেন সেই কাজের ধারা অব্যাহত থাকবে দলের ভাবমূর্তি উজ্জ্বল হবে এই সকল কাজেই আমাদের নেতা কর্মীরা থাকবে দেশমাতা খালেদার জন্য আমরা দোয়া করি আল্লাহপাক যেন সুস্থতা দান করেন
উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক , মানবাধিকার, পেশাজীবী, সাংবাদিকসহ অসংখ্য মানুষ অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest