ফেসবুকে পোস্ট নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৫

ফেসবুকে পোস্ট নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

নিউজ ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে সোমবার (১৭ মার্চ) রাতে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

 

এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। এছাড়াও বিএনপি সমর্থকদে ২৫টি বাড়ি ভাঙচুর করা হয়।

 

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

স্থানীয় সূত্র জানায়, চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের জামায়াত সমর্থক মোহাম্মদ তারেক চৌধুরীর বিরুদ্ধে ২০২০ সালে একটি ধর্ষণ মামলা হয়।

 

গত ১৩ মার্চ সেই মামলার বিষয়ে ফেসবুকে একটি পোস্ট করেন বিএনপি সমর্থিত হৃদয় নামের এক ব্যক্তি। সেই পোস্টকে কেন্দ্র করে (১৬ মার্চ) উভয় পক্ষের মধ্যে মারামারি হয়।

 

বিষয়টি মীমাংসা করতে সোমবার রাতে বৈঠকে বসে এলাকাবাসী। সেই বৈঠকে উভয় পক্ষের প্রায় ৩০০ থেকে ৪০০ লোক উপস্থিত হয়।

 

প্রত্যক্ষদর্শীরা বলেন, মীমাংসা করতে এসে উভয় পক্ষ পুনরায় মারামারিতে জড়িয়ে পড়ে। এতে জামায়াতের আটজন আহত হয়। তাদের মধ্যে একজনকে কুমিল্লা সদর হাসপাতালে, তিনজনকে ফেনী হাসপাতালে এবং চারজনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

 

অন্যদিকে এই ঘটনায় বিএনপি সমর্থিত সাত থেকে আটজন আহত হয়েছে।

 

চৌদ্দগ্রাম থানা পুলিশের ওসি হিলাল উদ্দিন আহমেদ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় দুই পক্ষের লোকজন আহত হয়েছে বলে শোনা গেছে। তবে কোন পক্ষই থানায় অভিযোগ করেনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

Add

Follow for More!