প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০২৫
নিউজ ডেস্ক : সিলেটের ফেঞ্চুগঞ্জের উত্তর কুশিয়ারা ইউনিয়নের উত্তর পাড়া গ্রামে জমিজমার বিরোধ নিয়ে সালিশে হামলার ঘটনা ঘটেছে।
এই ঘটনায় এক নারী, তার স্বামী সন্তানসহ ৫ জন আহত হয়েছেন।
জানা যায়, উত্তর পাড়া গ্রামের বাচন মিয়া ও রেকি মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিরোধ চলে আসছিলো। সে বিরোধ কেন্দ্রে করে শনিবার বিকালে বাচন মিয়ার উঠানে সালিশ বৈঠক বসে।
সালিশ চলাকালে ফখরুল মিয়া ও আরো কয়েকজন বাচন মিয়ার ঘরে ঢুকে তাকে না পেয়ে তার স্ত্রী আলিফজানের (৪০) উপর হামলা চালায়। দায়ের কোপে আলিফজান গুরুতর আহত হন। তার আর্তচিৎকারে বাচন মিয়া ও তার ছেলেরা ছুটে আসলে তাদের উপরও হামলা করে আহত করা হয়।
পরে তাদের উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ হাসপাতালে প্রেরন করা হয়। আহত নারীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়েছে।
তাৎক্ষণিক অভিযুক্তদের বক্তব্য পাওয়া না গেলেও ঘটনার সত্যতা স্বীকার করেন স্থানীয় ইউপি সদস্য বদরুল ইসলাম। তিনি বলেন, সালিশ চলাকালে আমাদের সামনেই এমন ন্যাক্কারজনক ঘটনা আমাদের হতভম্ব করেছে।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জজামান খান বলেন, পুলিশ হাসপাতালে গিয়ে ভিকটিম কে দেখে এসেছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest