প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৫
বিনোদন ডেস্ক : সাম্প্রতিক সময়ে মিউজিক ভিডিওতে একের পর এক মডেল হিসেবে কাজ করে বেশ আলোচনায় এসেছেন প্রজন্মের অভিনেত্রী অলংকার চৌধুরী। সর্বশেষ কলি ও আকাশের গাওয়া ‘পাগলা পাগলী’ গানে দুর্দান্ত পারফর্ম্যান্সে মুগ্ধ করেছেন দর্শককে।
শুধু মিউজিক ভিডিওতেই নয় তার সর্বশেষ দর্শকপ্রিয় নাটক তিনটি হচ্ছে ‘রুমকির সংসার’, ‘তোর প্রেমেতে ডুবলাম’ ও ‘পাখি’। সাম্প্রতিক সময়ে তার অভিনীত এই তিনটি নাটকও রয়েছে বেশ আলোচনায়।
আগামী ঈদে অলংকার চৌধুরী’কে নতুন তিনটি গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে। আকাশ-রিমির গাওয়া ‘জামাই আদর’, ডলি সায়ন্তনীর গাওয়া ‘এই জামানার মেয়ে’ ও সাবরিনা সাবার গাওয়া ‘আগুন লাগাইয়া দিলো কনে’ এই তিনটি গানের মিউজিক ভিডিতে দেখা যাবে অলংকারকে। মিউজিক ভিডিওগুলো যথাক্রমে নির্মাণ করেছেন শুভ্র মেহরাজ, সৈকত রেজা ও নাজমুল ইভান। সবগুলো মিউজিক ভিডিওরই কোরিওগ্রাফি করেছেন রোহান বেলাল।
এরইমধ্যে যে নাটকগুলো ঈদে প্রচারে আসা নিশ্চিত সেগুলো হচ্ছে জিয়া উদ্দিন আলমের ‘চোরের সার্টিফিকেট’ ও শুভ্র আহমেদ’র ‘নাক কম করো প্রিয়’। প্রথমটিতে তার বিপরীতে আছেন আফজাল সুজন এবং দ্বিতীয়টিতে তার বিপরীতে আছেন শিবলী নোমান। এছাড়াও আরো বেশকিছু নাটকের কাজ করবেন বলেও তিনি জানান।
আগামী ঈদে নিজের কাজগুলো প্রসঙ্গে অলংকার চৌধুরী বলেন, নারী কেন্দ্রিক সুন্দর গল্পগুলো আসছে আমার কাছে। আমি যদি চরিত্রটি ঠিকঠাক পাই অর্থাৎ আমার মনে ধরে চরিত্রটি তবেই কেবল কাজ করি। এটা সত্যি এই মুহুর্তে আমার কাছে আসার বহু নাটকের প্রস্তাব আমি ফিরিয়ে দিয়েছি। কারণ গল্প এবং চরিত্র কোনোটাই আমার ভালো লাগেনি। দর্শকের আমার প্রতি প্রবল আগ্রহ রয়েছে, সেটা আমি বুঝি, অনুভবও করতে পারি। কিন্তু দর্শকের আমার যে ধরনের কাজের প্রতি ভালোলাগা রয়েছে কিংবা তারা যে ধরনের কাজে আমাকে দেখতে চান সেই ধরনের গল্প খুব কম আসছে। তবে আমি মনে করি সামনে আরও সুদিন আসছে আমার। জানিনা দর্শকের মন কতোটা জয় করতে পেরেছি, তবে নাটকপ্রিয় সকল দর্শকের মন জয় করেই আমি আরও বহুদূর এগিয়ে যেতে চাই।
এদিকে, আগামী ঈদের পর একটি সিনেমার কাজও করতে যাচ্ছেন অলংকার। সিনেমার কাজটি শুরু হবার পর তিনি এ বিষয়ে বিস্তারিত বলতে আগ্রহী। এর আগে আপাতত সিনেমাটি নিয়ে বিষদ বলার ইচ্ছে নেই তার।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest