প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ, মার্চ ১৩, ২০২৫
নিউজ ডেস্ক : আত্মসমর্পণ করতে পারেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম। বুধবার দিবাগত রাত ১টার দিকে তার ফেসবুক পেইজে দেয়া একটি পোস্ট থেকে এর ইঙ্গিত পাওয়া গেছে।
ওই পোস্টে তিনি লিখেছেন, ”একজন রাজনৈতিক কর্মীর জন্য কারাগার দ্বিতীয় বাড়ির মতো, আমরা যারা ভবিষ্যতে দেশে রাজনীতি করার ইচ্ছা আছে আমাদের প্রত্যেককেই আত্মসমর্পণ করার প্রস্তুতি নিতে হবে, আদালতে আইনি লড়াইয়ের মাধ্যমে প্রমাণিত হবে আমি/আমরা নির্দোষ নাকি অপরাধী?
ইন শা আল্লাহ খুব শিগ্রই আমি এই কাজটি করবো, কাপুরুষের মতো পালিয়ে থেকে বাঁচার চেয়ে কারাগারে বীরের মতো মৃত্যুবরণ করাটাই আমার কাছে সম্মানের।”
তার এই পোস্টকে ঘিরে তৈরী হয়েছে আলোচনা। অনেকের তার এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন।
মন্তব্যের ঘরে সিলেট জেলা ছাত্রলীগ কর্মী Humayun A Jony লিখেন, “আর ভাল্লাগে না ভাই।। হই ঐক্য রাজনীতির পাঠশালা কারাগারে থেকে নতুন করে শুরু করি।।”
Fuaad Al-Amin লিখেন, “এই সাহস যদি করেন ভাই বিশ্বাস করেন বাংলাদেশ এর পটপরিবর্তন এর আন্দোলনে নেতাকর্মীদের আলাদা একটি শক্তি সঞ্চালন করবে।আপনার সভাপতি হওয়াটা যেমন অবাক ইতিহাস এমন আরেক ইতিহাস হয়ে থাকবেন”
বেশ কয়েকজন লিখেন “ইনশাআল্লাহ সর্বদা প্রস্তুত।”
Kamran Ahmed লিখেন, ”সাধারণ কর্মীরা কি চায় আপনাদের কাছে এটা আপনারা জানতে হবে। কর্মীরা আপনাদের কাছে টাকা পয়সা কিছুই চাই না ক্ষমতায় থাকাকালীন সময়েও চায় নি। এখনো সময় আছে আপনার কর্মীদের খোঁজখবর নেন এদের সাথে যোগাযোগ করুন এরা রাজপথে থাকলেই আপনারা ফিরতে পারবেন। আওয়ামী লীগ খুব শীঘ্রই রাজপথে ব্যাক করবে আপনার আপনাদের মুখ তখন কিভাবে দেখাবেন একটু চিন্তা করুন.?”
Sharif Arafath Chy Najat লিখেন, ”চলো সবাই একসাথে জয় বাংলা স্লোগান তুলে জেলে যাই”
একটি সূত্র জানায়, ৫ আগস্টের পর নাজমুল ইসলাম ভারতে চলে যান। তারপর যান সৌদি আরবে। বর্তমানে সেখানেই অবস্থান করছেন তিনি।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest