স্পর্শিয়ার প্রেমে মজেছেন দুই সহোদর!

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৫

স্পর্শিয়ার প্রেমে মজেছেন দুই সহোদর!

বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। অভিনয়ে আগের মতো নিয়মিত না হলেও বেছে বেছে কাজ করছেন। বিভিন্ন উৎসবে তিনি বিশেষ কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হন। আসন্ন ঈদেও এই তারকা আসবেন বেশ কিছু নাটকে। তার মধ্যে একটি হলো ‘শেষটা তুমি’।

 

নাটকটির চিত্রনাট্যা ও পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। রোমান্টিক গল্পের এ নাটকটিতে স্পর্শিয়ার প্রেমে পড়তে দেখা যাবে আপন দুই ভাইকে। সেই দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন মুশফিক ফারহান ও মীর রাব্বী।

 

 

নাটকটিতে স্পর্শিয়া অভিনয় করেছেন গ্রামের এক মুন্সির যুবতী কন্যার চরিত্রে। অন্যদিকে একই গ্রামে একসঙ্গে বেড়ে ওঠা দুই ভাই রনি ও রাজিব চরিত্রে দেখা যাবে মুশফিক ফারহান ও মীর রাব্বীকে। দুই ভাইয়ের মধ্যে প্রেম নিয়ে জটিলতা উঠে আসবে নাটকের গল্পে। যদিও পুরো নাটকের কনসেপ্ট বেশ সিরিয়াস এবং ভালোবাসার।

 

নির্মাতা মাহমুদ মাহিন বলেন, সমাজ, সংসার, প্রেম ও ক্রোধের গল্প ‘শেষটা তুমি’। এর গল্পটা বেশ সিরিয়াস। টিত্রনাট্যে অনেকগুলো উত্থান পতন আছে। শিল্পীরা সেই চরিত্রের মধ্যে মিশে গেছেন। আশা করছি দর্শকরাও কাজটি দেখে স্বস্তি পাবেন।

 

জানা গেছে, আসছে ঈদে নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন