অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলবে : খোশনূর রুবাইয়াৎ

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৫

অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলবে : খোশনূর রুবাইয়াৎ

নিজস্ব প্রতিবেদক : সিলেট সদর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে পরিচালিত ‘মেঘনা ব্রিকস’র স্থাপনাগুলো ভেঙে দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে উপজেলার হাজিরাই মৌজার মুরাদপুর পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে এ ব্রিকসফিল্ডের সব স্থাপনা ভেঙে দেওয়া হয়।

অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলবে : খোশনূর রুবাইয়াৎ

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবল ইসলাম। তাকে শাহপরান থানার পুলিশ, পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সহায়তা করেন।

 

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে পরিচালিত হচ্ছিলো মেঘনা ব্রিকস। হাইকোর্টের নির্দেশনা মোতাবেক মঙ্গলবার অভিযান চালিয়ে অবৈধ ওই ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। সেইসাথে ওই ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়।

 

তিনি আর বলেন, “পরিবেশ ও কৃষিজমির সুরক্ষা নিশ্চিত করতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। অনুমোদন ছাড়া পরিচালিত কোনো ইটভাটাকে ছাড় দেওয়া হবে না।”

 

এ ছাড়া কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন