প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৫
‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামে একটি প্ল্যাটফর্মের গণপদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। পদযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে চড়াও হয়েছেন পুলিশ সদস্যরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
ধর্ষকদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে বেলা পৌনে তিনটার দিকে গণপদযাত্রাটি শুরু হয়। ৯ দফা দাবি নিয়ে স্মারকলিপি জমা দিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা করেন পদযাত্রায় অংশগ্রহণকারীরা। পদযাত্রাটি শাহবাগ মোড় অতিক্রম করে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশে গেলে পুলিশ তাঁদের বাধা দেয়।
এ সময় পুলিশের বাধা অতিক্রম করে পদযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থীরা সামনের দিকে এগিয়ে যেতে চান। তখন পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা শুরু করে। পুলিশের লাঠিপেটার মুখে মিছিলকারীরা শাহবাগের দিকে ফিরে যান।
বিকেল পৌনে চারটার দিকে সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অদ্রিতা রায় পুলিশের হামলার প্রতিবাদ জানিয়ে উপস্থিত শিক্ষার্থী ও সাংবাদিকদের বলেন, ‘আমাদের পূর্বঘোষিত গণপদযাত্রায় পুলিশ হামলা চালিয়েছে। আমরা এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগ দাবি করেছিলাম। কিন্তু সে তো পদত্যাগ করল না, রমজান মাসে আমাদের ওপর হামলা করা হলো, মেয়েদের পোশাক ছেঁড়া হলো। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আমরা গণ–আন্দোলন গড়ে তুলব।’
এ বিষয়ে জানতে চাইলে পুলিশের রমনা থানার ওসি গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, বিক্ষোভকারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে রমনা অঞ্চলের সহকারী কমিশনারসহ পুলিশের পাঁচজন সদস্যকে আহত করেছেন। পুলিশ তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করেছে। পুলিশ কাউকে লাঠিপেটা করেনি বলে দাবি করেন তিনি।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest