ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০২৫

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

7

নিউজ ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন বিএসআইএস কারখানার শ্রমিকরা। একই সময়ে, শ্রমিক মারধরের ঘটনার প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে গ্লোবাস কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন। এতে করে উভয় মহাসড়কের পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

 

মঙ্গলবার (১১ মার্চ) সকালে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ অবরোধের ঘটনা ঘটে। দীর্ঘ যানজটের ফলে বিপাকে পড়েছেন যাত্রীরা।

 

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আন্দোলনরত শ্রমিকরা জানান, তাদের ফেব্রুয়ারি মাসের বেতন এখনও বকেয়া রয়েছে। এছাড়া, ওভারটাইম এবং ঈদ বোনাসের টাকা তারা পাননি। শ্রমিকরা আরও বলেন, বিষয়টি নিয়ে তারা একাধিকবার কারখানা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন, কিন্তু কোন সমাধান পাওয়া যায়নি।

 

6

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে এবং তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।

6

 

1

অপরদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গ্লোবাস কারখানার শ্রমিকরা মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করেন। পরে যৌথবাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছালে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে আশপাশে অবস্থান নেন। তবে এখনও মহাসড়কে যানচলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি।

 

শ্রমিক এবং পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার মৌচাকের গ্লোবাস কারখানায় কিছু শ্রমিককে ডেকে নিয়ে মারধর করেন স্টাফরা। এরপর শ্রমিকরা কারখানার ভেতরে আন্দোলন শুরু করেন। যদিও পরে ঝামেলা মিটে গিয়েছিল, কিন্তু আজও কারখানা বন্ধ রয়েছে। এই কারণে শ্রমিকরা আজ বিক্ষোভ শেষে মহাসড়ক অবরোধ করেন।

1

 

গ্লোবাস কারখানার শ্রমিকরা বলেন, “আমাদের কারখানার কয়েকজন শ্রমিককে অফিসে ডেকে নিয়ে স্টাফরা মারধর করেছে। এর পর আমরা কর্মবিরতি ও কয়েকটি দাবি জানিয়েছিলাম। দাবিগুলো মেনে নেওয়া হলেও, এরপর থেকে কারখানা খুলছে না এবং শ্রমিক মারধরের বিচারও করা হচ্ছে না।”

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
6