প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৫
প্রতীকী ছবি
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভাতিজার হাত ধরে পালালেন চাচি। এমন চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় চায়ের দোকান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের হায়দরনগর গ্রামে এমন ঘটনা ঘটেছে।
থানায় অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হায়দরনগর গ্রামের মো. হাসানের ছেলে মো. মাহবুব হাসান আড়াই বছর আগে পার্শ্ববর্তী আশ্রাফবাদ গ্রামের আফরোজাকে পারিবারিকভাবে বিয়ে করেন। তিনি গত এক যুগ ধরে বাঞ্ছারামপুরে একটি বেসরকারি বিমা কোম্পানিতে কর্মরত। স্বামী অফিসে থাকার সুযোগে মাহবুবের আপন চাচাতো ভাই আব্দুল হকের ছেলে ট্রলিচালক রিফাতের (১৫) সঙ্গে আফরোজার (২১) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
চাচি-ভাতিজার দীর্ঘদিনের সম্পর্ক বাস্তবে রূপ দিতে গত ২ মার্চ রমজানের দ্বিতীয় দিন ইফতারের পর স্বামীর জমানো নগদ ৩ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণ নিয়ে রিফাতের হাত ধরে উধাও হয়েছেন আফরোজা।
স্বামীর অভিযোগ, আড়াই বছরের দাম্পত্য জীবনে কোনো কিছুর ঘাটতি ছিল না তার স্ত্রীর জন্য। কিন্তু আমার ৩ লাখ টাকা, বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিল ও ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে সে পালিয়ে গেছে। এমন স্ত্রী চাই না, শুধু আমার টাকা ও স্বর্ণ ফেরত চাই। এজন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ ডাকলেও মেয়ের পরিবারের কেউ তাতে উপস্থিত হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করতে আফরোজার মা নাছিমা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কী মেয়ে পেটে ধরেছি! এমন মেয়েকে নিয়ে আর প্রশ্ন করবেন না।
ভাতিজা রিফাত ও চাচির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন বন্ধ পাওয়া যায়।
বাঞ্চারামপুর থানা পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest