প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৫
বিনোদন ডেস্ক : সাম্প্রতিক সময়ে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, যার ফলে চুরি, ছিনতাই, ডাকাতি, খুন ও ধর্ষণের মতো অপরাধের সংখ্যা বেড়েছে। বিশেষ করে একাধিক স্থানে নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনা জনমনে উদ্বেগ তৈরি করেছে।
এই পরিস্থিতিতে নারীদের আত্মরক্ষার জন্য কারাতে শেখার পরামর্শ দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি সবসময় বলে এসেছি, মেয়েদের জন্য কারাতে শেখা অত্যন্ত জরুরি। এর কোনো বিকল্প নেই। বহু বছর আগে ময়মনসিংহে রূপা নামের এক তরুণীকে গণধর্ষণের পর হত্যা করা হয়েছিল। তখনই বলেছিলাম, আমাদের নারীদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া উচিত।”
রুবেলের মতে, স্কুল-কলেজে কারাতে শিক্ষা বাধ্যতামূলক করা প্রয়োজন। তিনি বলেন, “নারীদের জন্য আত্মরক্ষার প্রশিক্ষণ অপরিহার্য। এটি শুধু ব্যক্তিগত সুরক্ষাই নয়, বরং তাদের পরিবারের নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ।”
নারীদের আত্মরক্ষার ক্ষমতা বাড়াতে কারাতে শেখার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “একজন নারী যখন বাইরে যান, তখন আত্মরক্ষার প্রবণতা অনেক কম থাকে। কিন্তু যদি তিনি কারাতে শিখে নেন, তাহলে নিজের পাশাপাশি পরিবারের সুরক্ষাও নিশ্চিত করতে পারবেন।”
এছাড়া তিনি আরও বলেন, “প্রতিটি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তরুণীদের কারাতে শেখা উচিত। নারীদের যদি আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া যায়, তাহলে ধর্ষণের হার ৭০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা সম্ভব।”
উল্লেখ্য, দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে থাকার পর রুবেল আবারও অভিনয়ে ফিরেছেন। সম্প্রতি তিনি রায়হান রাফীর নির্মিত ওয়েব কনটেন্ট ‘ব্ল্যাক মানি’-তে অভিনয় করেছেন, যেখানে তার সহশিল্পী ছিলেন পূজা চেরী, সালাহউদ্দিন লাভলু ও সুমন আনোয়ার।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest