সিলেটে ঈদযাত্রায় বাস-ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ‍শুরু

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৫

সিলেটে ঈদযাত্রায় বাস-ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ‍শুরু

6

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সিলেটসহ সারাদেশে বাস ও ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে ১৪ মার্চ থেকে। এরমধ্যে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের টিকিট টানা সাত দিন অনলাইনে টিকিট বিক্রি চলবে।

 

বৃহস্পতিবার (৬ মার্চ) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এ তথ্য জানান।

4

 

তিনি জানান, এবারও সব অগ্রিম টিকিট শুধুমাত্র অনলাইনে বিক্রি হবে। কাউন্টারে কোনো টিকিট দেওয়া হবে না।

 

তিনি আরও জানান, ঈদযাত্রা শুরু হবে ২৪ মার্চ থেকে এবং যাত্রীদের সুবিধার্থে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চলবে। যাত্রী চাহিদার ভিত্তিতে আরও বিশেষ ট্রেন যুক্ত করার সম্ভাবনা রয়েছে। প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

4

 

8

এদিকে, একই দিন অর্থাৎ ১৪ মার্চ বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আগামী ২৫ মার্চ থেকে ঈদের আগ পর্যন্ত অগ্রিম টিকিটের আওতায় থাকবে।

6

 

বৃহস্পতিবার (৬ মার্চ) বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের অগ্রিম টিকিট বিক্রি সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

 

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ গণমাধ্যমকে জানান, ঈদযাত্রার জন্য আগামী ১৪ মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন বাসের মালিকরা। এদিন একযোগ অনলাইনে এবং কাউন্টার থেকে বাসের টিকিট পাবেন যাত্রীরা। তবে অনেক পরিবহন এবার পুরোপুরি টিকিট অনলাইনে দিবে। ফলে দুই জায়গায় টিকিট পাবেন যাত্রীরা।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
5